March 15, 2017

Going back to traditional

ডিজটালি আঁকতে আঁকতে ট্রাডিশনাল আঁকার বেশ কিছু জিনিস মিস করি ইদানীং- যেমন: হ্যাপি এক্সিডেন্ট। ডিজিটালি যে একসিডেন্ট হয় না তা না। তবে সেটা আনহ্যাপি। বইমেলায় যেমন এরকম অনেক গুলি আনহ্যাপি এক্সিডেন্ট ঘটেছে। উন্মাদের ৭৪ পৃষ্ঠার কমিক্স ডিজিটাল এক্সিডেন্ট (আমার দোষ আছে সাথে একটা ভাইরাস সাহায্য করেছে) ঘটে ভুল ফাইল ২০০০ কপি প্রিন্ট হয়ে গেছে। 
যাই হোক, দুইটা জিনিস চেষ্টা করছি, 

১. লাইট আর কালার বোঝা, এজন্যে পড়ছি James Gurney'র Color and Light

২. রঙ: পিগমেন্ট- কিভাবে একটা আরেকটার সাথে মেশে আর অসংখ্য অন্য রঙ তৈরী করে সেটা সেখার জন্য তেল রঙ কিনেছি। 

এই বছরটা লেভেল আপ এর চেষ্টা করে যাব। শেখার বদলে খালি এঁকে যাচ্ছি বিভিন্ন প্রজেক্ট। এটা কোন কাজের কথা না :/

No comments:

Post a Comment

হ্যাংওভার কাটিয়ে

একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...