আমার পিচ্চি ভাগ্নি মাহশীদ ছোটবেলা থেকেই 'মাশা এন্ড দ্যা বিয়ার' নামের একটা কার্টুন শো দেখে বড় হচ্ছে। সে জন্মসূত্রে আমেরিকান, থাকে ভার্জিনিয়া স্টেট এ। তাই সে বাংলা বলবে না ইংরেজী বলবে এই নিয়ে আমরা কম বেশী ভাবনা চিন্তা করছিলাম, কিন্তু দেখা গেল সে বলা শুরু করেছে রাশিয়ান! কারণ সেই কার্টুনটা রাশান ভাষার। তো সেই মাহশীদের এই গত ফেব্রিয়ারিতে জন্মদিন গেল। এত দূর থেকে কী আর করা যায় ভেবে হুট করে মাথায় এলো একটা চিলড্রেন বুক এঁকে দেই না কেন? আগে একবার আরেক ভাগ্নি মানহার জন্যেও এঁকেছিলাম যেমন। সেই ভাবে একটানে কোন রকম ভাবনা চিন্তা বা ড্রাফট ছাড়াই নামালাম 'মাহশীদ এন্ড দ্যা বিয়ার' সেই বই পেয়ে সে মহাখুশী। আপু জানালো সেই বই প্রিন্ট করে তার প্লে গ্রুপের ক্লাসের সবাইকে বিলানো হয়েছে। সে মোটামুটি ভাবের ঠেলায় অস্থির। তার মামা একটা বই এঁকে দিয়েছে যেটার মূল চরিত্র সে, তাকে আর পায় কে।
বেচারা একা একা বিদেশে বড় হচ্ছে, হাতের কাছে পাচ্ছি না, ভাবছি প্রতি বছর অন্তত একটা বই এঁকে পাঠাবো। হোক সেটা যতই তাড়াহুড়োয় করা।
ভালো থেকো মাহশীদ।।
Mahsheed and MAMA |
সেই বেড়াল তাড়া করা পিচ্চি বড় হয়ে গিয়েছে <3
ReplyDeleteyes :P
Delete