ফাইনাল ড্রয়িং। রস+আলো'র প্রচ্ছদ এর জন্যে আঁকা। চারপেয়ে আঁকতে গেলে বোঝা যায় কত কাঁচা হাতে আঁকি। আসলে ফোর লেগ আঁকা কম হয়। গত কিছু দিন তাই আবার ফোর লেগ ঝালিয়ে নেবার চেষ্টা করলাম। খুব একটা লাভ হল না :/
এমনি কিছু ক্যারেক্টার আঁকছি। দেশী মোটীফ ডানবাম করে। ফিগারের ফর্ম টেঁপা পুতুল থেকে নেয়া আর রাজকন্যা অনুরাধার ড্রেস আসলে রিক্সার অর্নামেন্টাল থেকে নেয়া। মজা পেলাম কাজটা করে।