July 26, 2011

প্লাম্ব লাইন

'কেন যেন' মনে হচ্ছে লোকটা দুইপায়ে জোর পাচ্ছে না


আমরা তার মাথা থেকে গলা বরাবর সোজা মাটিতে একটা লম্ব দাগ টানি

এরপর যে কোন একটা পা টেনে সেই দাগ বরাবর আনি

এবার ব্যপারটা ঠিকঠাক-- অনেকটা। ড্রয়িং এ দাঁড়ানো ফিগার এর 'ব্যালান্স' ঠিক রাখতে এই লাইনইটা কাজে দেয়







তারিক সাইফুল্লাহর একটি ড্রইং এর কারেকশন

ভীতু দেশলাই কাঠি





এনিমেশন দুনিয়ায় পা রাখলাম অবশেষে, POKEE নামে অপুদের একটা এনিমেশন ফার্ম আছে, সেটা তিনমাসের একটা বিগিনার'স এনিমেশন ওয়ার্কশপ শুরু করেছে। আমি সবান্ধব (জিমি) সেখানে শুক্র শনি সারাদিন পাঠ নিচ্ছি। কোর্সের প্রথম ধাপ এ আমাদের সবাইকে একটা করে স্টোরি লাইন দাঁড়া করাতে হবে। আগামী সপ্তায় জমা। আমি যা ভাবছি তার কনসেপ্ট ড্রয়িং শুরু করে দিয়েছি। গল্পটা হবে একটা ভীতু দেশলাই কাঠিকে নিয়ে, যে আগুন ভয় পায়। সে মরতে চায় না, বাক্স থেকে পালাবার পরে সে জানতে পারবে মৃত্যু অনিবার্য, এবারে সে জীবনের মানে খুঁজতে শুরু করবে।

শেষটা কিভাবে করব এখনো জানি না। তবে শুরু করে দিয়েছি। দেশলাই কাঠির একটা সুবিধা হবে এটা আঁকা সোজা হবে, আর স্কেল প্রোপোর্শনের একতা মজা করা যাবে এটা নিয়ে।

দেখা যাক কদ্দুর কি দাঁড়ায়।

July 21, 2011

July 20, 2011

জঘন্যতন্ত্র



এই গণতন্ত্রের মানে কী? মেজরিটি যা চাই না নির্বাচিত (?) 'মাইনরিটি' তাই করে।

July 18, 2011

July 17, 2011

কমিক্স ডুডল


কলম আর তুলি কালিতে আঁকা। একটা এডভেনচার কমিক্স এর খসড়া দাঁড়া করালাম। ট্রাডিশনাল ইঙ্কিংটা এই চান্সে ঝালাই করে নেব ভাবছি

বইমেলা ২০১১


স্কেচখাতা থেকে, বইমেলার নজরুল চত্বর থেকে আঁকা, সাইন পেন অন কার্টিজ

চলছে ফরেন কমিকস