October 31, 2021

সঙ্ঘ: পিশাচ কাহিনি হরর সিরিজ

বেশ আমোদ নিয়ে লিখে যাচ্ছি পিশাচ কাহিনি সিরিজ। এবারের কিশোর আলো নভেম্বর সংখ্যার জন্যে একটা ছোট কমিক্স এঁকে ফেললাম। প্যানেল আলাদা করে কম্পোজিশন করে ফেলা যায় কিন্তু পুরো পেইজের যে একটা ফ্লো কম্পোজিশন থাকে সেটা ধরতে পারছি না। থিওরি আর প্র্যাকটিকাল এ আসলে অনেক তফাত। তবে চেষ্টা চলবে। নতুন রাধা ক্যারেক্টার টা আমার নিজের বেশ পছন্দ। তবে নিশ্চিত একটা মিশ্র প্রতিক্রিয়া আসবে এর থেকে, সেটাই মজা। 



 

September 21, 2021

Sketch practice

ডেইলি প্র্যাকটিস এখন আরেকটু সড়গড় হয়েছে। আগে কোনমতে গোটা দশেক জেশ্চার আঁকলেই হাঁফ ধরে যেত। ইদানীং বরং যতই কাজ করি আরো মনে হয়  করা হল না। রেডিমেড মডেল জেশ্চার বরাবরি না-পছন্দ হলেও শেষমেশ অনলাইনের এই সব কিম্ভুত আর্টিফিশিয়াল ভঙ্গি-ই ভরসা। অইদানীং আঁকছি GES DRAW PARTY নামের একটা ইউটিউব চ্যানেলে থেকে। 


September 20, 2021

প্রত্যাবর্তন পোস্ট টু ব্লগস্পট- আঁকান্তিস স্কেচবুক

 কথা রাখা গেলো না, চুপি চুপি ফিরে এলাম ব্লগস্পটে। টাম্বলার এর কিছুই বুঝিনা, এবং বাংলায়ে লিখতে গিয়ে বেশ কিছু পোকার (বাগ) খপ্পরে পড়লাম। যাই হোক। আঁকান্তিসের স্কেচবুক চলছে আবার। গত সপ্তার স্কেচ খাতা থেকে কিছু ক্লিন আপ। 




February 14, 2021

বিদায় ব্লগস্পট

গুণে গুণে ১২ বছর এখানে কাটালাম, এবং হঠাৎ সেদিন হঠাৎ আবিষ্কার কুরলাম আমি ছাড়া আর কেউই নেই আশেপাশে। খোঁজ নিয়ে দেখতে পাচ্ছি এখন আর্টিস্টরা সবাই চলে গেছে ইন্সটাগ্রামে, যেটা এতই চটজলদি আরদেখনদারি টাইপ যে আমার পোষায় না, নতুবা সবাই উটপাখির মত মাথা গুঁজে আছে ফেইসবুকের ঢিবিতে  সেটাও আবার একটু বেশি বেশি বারোয়ারি বলে আরাম করে আড্ডাটা দেয়া হয় না। । আর নয়কো পোর্টফোলিও খুলে বসেছে আর্টস্টেশনের দোকানে।কথা শুরুর আগেই স্কিপ আর স্ক্রলদানোর হুড়ো। তাই অনেক ভেবেচিন্তে হুজুগে খোলা সেই আগের টাম্বলার এরই শরণ নিলাম। এখানে যে হুটহাট ভুল্ভাল দুই একটা পোস্ট পড়বে না সেই গ্যারান্টি নেই, তবে এখন থেকে কাজের হালনাগাদ, অপ্রয়োজনীয় হাবিজাবি পোস্টিং মূলত চলে যাবে এখানে 

১২ বছর পর বাড়ি পাল্টানোর অনুভূতিতে লেটকে যাচ্ছে নষ্টলজিয়া।

তারপরেও সব ভুলে, নতুন বাসায় স্বাগতম সবাইকে।

বিঃদ্রঃ ব্লগস্পটের সব ঝাড়পোঁছ করে একটা বই নামিয়ে দিলে কেমন হয়? কম কন্টেন্ট জমেনি এদ্দিনে। জানিয়ে দিন কমেন্টে। 

Today's page


 

January 30, 2021

স্মৃতি থেকে অবজারভেশনাল স্কেচ

গেল ২৭ জানুয়ারি ঘুরতে গেছিলাম গাজীপুর সাফারি পার্কে। যাবার পথে গাজীপুরের দারুণ শীতমাখা বিকেলে অটোতে যেতে যেতে মনে হল তাইতো, এই সব দৃশ্যাবলি তো স্কেচ বুকে তোলা হচ্ছে না। পথে চট করে নেমে গেলে হয়ত হত, কিন্তু দিন শেষে দেখা যাবে এঁকেছি সেই পুরোনো দুই একটা মানুষ। তাই এবারে একটা নতুন জিনিস ট্রাই করলাম। যা দেখছি মনে মনে তুলে নিচ্ছি স্কেচের মত করে। এখানে কোন ব্যাপারগুলি বেশি ইউনিক? এরকম একটা পরিবেশ আঁকতে গেলে কী কী আসতে পারে?
অসংখ্য জিনিস চোখে পড়লেও ঘরে এসে খুব বেশি মনে করতে পারিনি। তার মধ্যে যে ক'টা মনে আছে রাফলি এঁকে হালকা রঙ চড়িয়ে দিলাম। 
এর পর ট্যুরে কোথাও গেলে আঁকার সুযোগ না পেলে এটা আবার ট্রাই করবো। 


January 28, 2021

মুকু গ্রাফিক নভেল শেষ!

 

প্রায় এক বছর ধরে অন্য সব কাজের ফাঁকে ফাঁকে কিশোর আলো ম্যাগাজিনের জন্যে এঁকে শেষ করলাম আমার অনেক আগের একটা গল্প মুকু ক্যারেক্টারের নীলকণ্ঠ রহস্য। গল্প ভাবনা যেমন ছিল শেষে গিয়ে তেমন থাকেনি। আঁকতে আঁকতে নিজেই গল্পটা অন্য দিকে নিয়ে গেছে আমাকে। এটা একটা দারুণ অভিজ্ঞতা। আশা করি আসছে বইমেলায় পুরো বইটা কিছু আপডেট পেইজ সহ পাওয়া যাবে।


চলছে ফরেন কমিকস