February 14, 2021

বিদায় ব্লগস্পট

গুণে গুণে ১২ বছর এখানে কাটালাম, এবং হঠাৎ সেদিন হঠাৎ আবিষ্কার কুরলাম আমি ছাড়া আর কেউই নেই আশেপাশে। খোঁজ নিয়ে দেখতে পাচ্ছি এখন আর্টিস্টরা সবাই চলে গেছে ইন্সটাগ্রামে, যেটা এতই চটজলদি আরদেখনদারি টাইপ যে আমার পোষায় না, নতুবা সবাই উটপাখির মত মাথা গুঁজে আছে ফেইসবুকের ঢিবিতে  সেটাও আবার একটু বেশি বেশি বারোয়ারি বলে আরাম করে আড্ডাটা দেয়া হয় না। । আর নয়কো পোর্টফোলিও খুলে বসেছে আর্টস্টেশনের দোকানে।কথা শুরুর আগেই স্কিপ আর স্ক্রলদানোর হুড়ো। তাই অনেক ভেবেচিন্তে হুজুগে খোলা সেই আগের টাম্বলার এরই শরণ নিলাম। এখানে যে হুটহাট ভুল্ভাল দুই একটা পোস্ট পড়বে না সেই গ্যারান্টি নেই, তবে এখন থেকে কাজের হালনাগাদ, অপ্রয়োজনীয় হাবিজাবি পোস্টিং মূলত চলে যাবে এখানে 

১২ বছর পর বাড়ি পাল্টানোর অনুভূতিতে লেটকে যাচ্ছে নষ্টলজিয়া।

তারপরেও সব ভুলে, নতুন বাসায় স্বাগতম সবাইকে।

বিঃদ্রঃ ব্লগস্পটের সব ঝাড়পোঁছ করে একটা বই নামিয়ে দিলে কেমন হয়? কম কন্টেন্ট জমেনি এদ্দিনে। জানিয়ে দিন কমেন্টে। 

19 comments:

  1. বই হলে খুব ভালো হয় ভাইয়া

    ReplyDelete
  2. Hae boi namiye fellee khub upokar hoy vai

    ReplyDelete
  3. ami obosso blog ta bes enjoy kortam

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ,ব্লগ থেমে যাচ্ছে না, শিফট হচ্ছে এখানে https://mehedihaque-blog.tumblr.com/

      Delete
  4. খুব ভালো হয়, ভাই

    ReplyDelete
  5. Vaia chole jaien na.apner ekhaner lekhgulo pray i pori.

    ReplyDelete
    Replies
    1. চলে যাচ্ছি এখানে, সবই এখন থেকে এখানে পাবেন https://mehedihaque-blog.tumblr.com/

      Delete
  6. বই হলে নিঃসন্দেহে দুর্দান্ত হয়।

    ReplyDelete

হ্যাংওভার কাটিয়ে

একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...