April 27, 2023

Concept character: Crab clan female

এক ফরেন ক্লায়েন্ট তার কমিকস এর কাজ দিলো। আগের ক্যারেক্টার ডিজাইন এত ভয়াবহ যে সেটা দেখে আঁকার চাইতে ওকে বললাম আমি সব ফ্রি রিডিজাইন করে দেই। ভাগ্য ভাল এর আগে ওই ভয়াবহ ডিজাইন এ আর কোন বই বের হয় নি। তাই রাফলি নতুন করে সব ক্যারেক্টার আবার করে নিচ্ছি। 




আগের ডিজাইন।   

April 25, 2023

Morning study 25.4.23

নোট: ক্রিয়েচার ডিজাইনের আগে একটা দারুণ বুদ্ধি হল একেবারে মাইক্রো স্কেলের পোকামাকড় আঁকা। মানুষের শরীরেই যে কত ভয়াল দর্শন পোকামাকড় আছে, খালি সাইজে ছোট বলে আমরা ভয় পাচ্ছি না। নিচের ছবির প্রায় সব গুলি-ই মানুষের চোখের পাপড়ির পোকা! এইগুলি আর ডিজাইন করার কিছু নাই, রীতিমত ডিজাইনড সাই-ফাই ক্রিয়েচার।



April 21, 2023

অবলোপী কমিকস চলছে

কমিকস এ আঁকার চাইতে গল্প বলাটাই গুরুত্বপূর্ণ। কমিকস মূলতঃ গল্পটা সুন্দর করে বলা, আঁকা হল সেটার ডেকোরেশন। বেস্ট হয় যদি দুইটা দুইটার সম্পূরক হতে পারে। আমার কাজে এর কোনটাই ঠিক হচ্ছে না, অনেক চেষ্টা করে একটা পেইজ সাজাই, আঁকি, কিন্তু শেষে আর ভালো লাগে না। এবারের কমিকস এর গল্পটা অনেক ভেবে ভেবে করতে চাচ্ছি, ক্যারেক্টার এর পারসোনালিটি নিয়ে ভাবছি, যেটা টের পেলাম ক্যারেক্টার সবাই খুব একা হয়ে যাচ্ছে, আশপাশ মিলিয়ে যে একটা মানুষ তা হচ্ছে না, এই জায়গাটায় কাজ করতে হবে। আশা করি ৭০ বছর বয়সের মধ্যে সব শিখে ফেলবো। 




 

চলছে ফরেন কমিকস