May 27, 2017

নিহিলিন ক্লাব কমিক্সঃ গোরদানো

নিহিলিন ক্লাব,এই সিরিজটা একেবারেই আমার নিজের, সেটাই কেন জানি করা হয় সবচে' কম। অনেক ভেবে কারণ বের করেছি। সেটা হল যেহেতু সবচেয়ে পছন্দের সেহেতু সবচেয়ে ভাল করে করব ভাবতে ভাবতে করাই হয় না। এইবারে ঠিক করেছি সবচেয়ে পছন্দের কাজ যাতে বেশী বেসী করা যায় সে জন্যে সহজ একটা স্টাইল বানাবো। দেখা যাক কী হয়। গল্প টা কিশোর আলোর ঈদ সংখ্যায় আসছে। সবার কাছে কেমন লাগল জানার অপেক্ষায় রইলাম।

ভাল কথা এই প্রথম মাঙ্গাস্টুডিওর নতুন ভার্সন ক্লিপ্সটুডিওতে কাজ করলাম। খুবই স্মার্ট এবং কমপ্লিট সফটওয়ার, তবে বেশ ভারি, আর কালার ক্যালিব্রেশন ভালো না তেমন। দেখি হয়ত করতে করতে হাতে আসবে। এখনো পর্যন্ত মাঙ্গা ফোর ইএক্স আমার দেখা সেরা।May 25, 2017

Inking speed up

কমিক্স আঁকচি, নিহিলিনের ছোট গল্প গোরদানো। কিশোর আলো ঈদ সংখ্যার জন্যে। কাল করা স্ক্রিন ক্যাপচার।