May 16, 2011
May 13, 2011
May 01, 2011
আহসান হাবীব দ্য গ্রেইট
এই প্রথম ডিজিটাল ইঙ্কিং প্র্যাকটিস করলাম। আহসান ভাইয়ের ওপর। মজা পাইলাম। কারণ হাতে কালি করতে গেলে সবসময় একতা বেড়াছ্যড়া লাগাই। এখানে তার চান্স নাই, কারণ আনডু আছে :)
KIDZ এর কভার
bdnew24 এর ছোটদের পেইজ KIDZ এর জন্যে করা, ২০০৯ থেকে প্রায় সব ইভেন্ট গুলিতে রেজা ভাই আর সাগর ভাই দারুণ কিছু সংখ্যা করেন, এই একটা জায়গায় কাজ করে খুবই মজা পাই কারণ, এটা -RGB তে মনিটর এ আসে। অর্থাৎ ফটোশপ এ যা আঁকি তার কিছুইই প্রায় হারায় না। আর কন্সেপচুয়াল আঁকিবুকির জন্যে এখানে যততা স্বাধীনতা পাই তা অন্য জায়গায় কল্পনারও বাইরে। রেজা ভাই আর সাগর ভাই দু'জনই অতি প্রিয় মানুষ আমার। সেই ভরের কাগজ থেকে দেখে আসছি একেবারে টিপিক্যাল ভদ্রলোক কবি হুমায়ুন রেজা, আর সাগর ভাই।
যা-ই হোক
KIDZ থেকে কয়েকটা প্রচ্ছদ
যা-ই হোক
KIDZ থেকে কয়েকটা প্রচ্ছদ
Subscribe to:
Posts (Atom)