August 28, 2019

প্রাগৈতিহাসিক কমিক্স

এস এস সি পরীক্ষা দেবার পরপর একটা কমিক্সের ড্রাফট করে ফেলেছিলাম ৬০ পেইজের। এবং তারপরে সেটা আর করা হয় নি বিভিন্ন কারণে, একটা বড় কারণ ছিল 'আরো ভালো করে করব' সেই ভালো করে করার কথা ভাবতে ভাবতে সময় চলে গেছে, একসময় সেটা হারিয়েও ফেলেছি, আবার মাঝে মাঝে খুঁজে পেয়েছি, রেখে দিয়েছি 'আরো ভালো করে করব' ভেবে। সেই ভালো করে করা আর হয়নি, মাঝে পঁচা করে করা হয়েছে অনেক কাজ, চলে গেছে অনেক সময়। কিন্তু সেই নিজের মত করে একটা অ্যাডভেঞ্চার গল্প আর লেখা হয়নি। শেষমেশ যখন বুঝতে পারলাম আমি আসলে ভালো করে আঁকতে বা লিখতে পারি না, আর সেটা ভালো করে বলতে আমি যেই-পৃথিবীর সেরা একটা কিছু করে ফেলবো-বলে ভাবছি তাও হবে না তখন যা পারি তাই দিয়ে নামিয়ে দেবার জন্য রেডি হলাম। এবং সেই সাথে কাকতালে মিলে গেল কিশোর আলো ম্যাগাজিনের পাভেল ও দীপ্র কর্তৃক মাসপ্রতি ধারাবাহিক 'একটা কিছু' করার প্রস্তাব। সুতরাং সেই প্রায় প্রাগৈতিহাসিক কমিক্সটা সেই আমলের ফ্রেমিং ও কিঞ্চিত টিনটিন ঘেঁষা আকারে শুরু হয়ে গেল, আগামী কিআ সংখ্যা থেকে ধারাবাহিকভাবে চলবে। আগ্রহীরা জোগাড় করতে পারেন।



August 22, 2019

Free WACOM gift from AKANTISchool by WACOMBD


আঁকান্তিস স্কুলের ইউটিউব চ্যানেলে শুরু হল ARTS BY RATS http://bit.ly/2P8YH4Q এর ডিজিটাল কালারিং টিউটোরিয়াল সিরিজ, হাতে এঁকে সেটা কিভাবে পিসি তে নিয়ে রঙ করা যায় আর কিভাবেই বা লাইট অ্যান্ড শেড দেয়া হয় সেটার পরপর তিনটা টিউটোরিয়াল হবে, টিউটরিয়ালগুলো আপ করা হবে প্রতি শুক্রবার। আর তার শেষে থাকছে দারুণ একটা GIVEAWAY। কাদের জন্যে? টিউটোরিয়াল অনুযায়ী এসাইনমেন্ট করে আঁকান্তিসের ফেইসবুক গ্রুপে যারা পোস্ট করবে তাদের জন্য, তাদের থেকে সবচেয়ে ভালো কাজ যার হবে সে পাবে RED APPLE 'র http://bit.ly/2zd6ljR পক্ষ থেকে একটি ওয়াকম ডিভাইস! আগ্রহীরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টায় ক্লিক করে রাখুন 

August 17, 2019

কিউটনেস আঁকিবুকি

সাপ্তাহিক আঁকান্তিসের টিউটরিয়াল চলছে :)

August 14, 2019

SketchBook tour Mehedi Haque 01

একটা স্কেচবুক ট্যুর বানিয়ে ফেললাম, খুবই লো কোয়ালিটি অডিও, হিস হিস টাইপ সাপের মত শব্দ হচ্ছে খালি। পরেরটায় আরো বেটার করবো আশা করি।

August 04, 2019

আঁকান্তিসের নতুন কোর্সঃ ক্যারেক্টার ডিজাইন

মাত্রই বেশ ভালোভাবে শেষ হল আঁকান্তিস স্কুলের প্রথম কার্টুন কোর্স, আর এবার শুরু হচ্ছে ক্যারেক্টার ডিজাইনের একটা কোর্স, এবারেরটা কিঞ্চিত সিরিয়াস, মানে প্রফেশনালি যাঁরা কাজ করছেন তাঁদের কথা ভেবেই ডিজাইন করা, বিভিন্ন এনিমেশন ফার্ম, বা বিজ্ঞাপন সংস্থায় কাজ করেন যেসব আর্টিস্ট অথবা ফ্রিল্যান্স আর্টিস্ট- যাদের মাঝে মধ্যেই বিভিন্ন এন জি ও দের জন্যে 'স্বাস্থ্য-আপা' ধরনের ক্যারেক্টার ডিজাইন করতে হয়ত তখন বোঝা যায় যে এই টপিক টা একটা আলাদা গুরুত্ব ধরে, নিজে দু' বছর আগে একটা এরকম কোর্স করেছি CGMA তে, তাই বেশ চনমনে লাগছে যে এই সুবাদে যা শিখেছিলাম তা আবার ঝালিয়ে নেয়া যাবে।

যাই হোক, অন্য ডিটেইল হল এটা পর পর চার সপ্তাহের চার শুক্রবারে আমাদের আঁকান্তিসের ডেরায় (১৫২/২, গ্রিন রোড, পান্থপথ) সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৩ টায় শেষ প্রতিদিন। কিছুটা ক্র্যাশ ফরম্যাটের কারিকুলাম করেছি, ক্লাসেই আঁকার পার্ট থাকবে অনেক, আর শেষে হবে একটা প্রফেশনাল এসাইনমেন্ট জমা। তারপরে সার্টিফিকেট, চা -নাস্তা ইত্যাদি। 

কোর্সে রেজিস্ট্রেশন করুন এইখানে



চলছে ফরেন কমিকস