December 24, 2015

Coloring for CK Zaki

একটা নতুন স্টাইল এডাপ্ট এর চেষ্টা করছি আমরা ঢাকা কমিক্স থেকে। সিকে জাকি সিরিজের মৃত্যুপাথার সিরিজের শেষ বই, আগামী পরশু উন্মা-জেসিসি কমিককন এ আনার ইচ্ছা (!)। আরাফাত এর অসাধারণ পেন্সিলিং, তার ওপরেই হালকা জল রঙ আর ওপেক ইলিউশনের মত করে ধুপ ধাপ কালার। এই ধরনের স্কেচি আর্ট এর ওপর ডিজিটালি রঙ করাটা বেশ চিন্তাভাবনার ব্যাপার, বারবার হিউ স্যাচুরেশন দেখে দেখে এডযাস্ট করছি। ওদিকে কালকের মধ্যে নাআমতে হবে আরো ১৫ পৃষ্ঠা! পোমদাইরো স্টাইলে টাইম শিডিইউল করে করে কাজ নামাচ্ছি। যা-তা অবস্থা।
লাইফ ইজ গুড :)



December 23, 2015

Dinosaur Egg and MANHA

WE have made a dinosaur Egg. My elder nephew MANHA painted the whole thing. (Hope my awaiting 4 book's publisher would not notice this post :p)

December 16, 2015

Machete and Mangastudio 5

I had been suffering from -not knowing Manga 5-thing while drawing a big comic book project recently with fabulous RIOkiddo. Just have watched MACHETE KILLS and felt like Danny Trejo and Manga 5 somehow matches in attitude. started exploring the sci-fi version after that. (watercolor brushes seems so weird until now.)

December 01, 2015

আমার প্রথম ( ছাপা হওয়া) কমিক্স

কলকাতার দীপন পত্রিকার জন্যে একটা লেখা তৈরী করেছি ক'দিন আগে। জুলফিকার নাইয়া নামের এক ভদ্রলোক সেটার সম্পাদক। বেশ নিপাট ভদ্রলোক। সেই কলকাতা থেকে ফোন করে করে লেখাটা আদায় করে নিলেন। সেই সাথে তাঁর পত্রিকার আরেকটা লেখার জন্যে নিজের সংক্ষিপ্ত কমিক্স সম্পর্কিত সিভি তৈরী করতে গিয়ে খেয়াল করলাম আমার প্রথম কমিক্স আসলে বের হয়েছে সেই ১৯৯৯ সালে। আহসান হাবীব সম্পাদিত 'মৌলিক' নামের সায়েন্স ফিকশন পত্রিকায়। তখন আমি ক্লাস টেন এ পড়, বয়স ষোল। আমার পুরোনো ডায়েরী ঘাঁটতে গিয়ে সেটার কপি খুঁজে পেলাম। কমিক্স দেখে মনে হল এই ক' বছরে খুব একটা এগোতে পারিনি। পুরানো কাজ খুঁজে পেলে কেমন অদ্ভূত অনুভূতি হয় - অনেকটা সময় পরিভ্রমণের মতন উত্তেজনা। যাই হোক, কমিক্সটা তুলে দি', 









চলছে ফরেন কমিকস