December 01, 2015

আমার প্রথম ( ছাপা হওয়া) কমিক্স

কলকাতার দীপন পত্রিকার জন্যে একটা লেখা তৈরী করেছি ক'দিন আগে। জুলফিকার নাইয়া নামের এক ভদ্রলোক সেটার সম্পাদক। বেশ নিপাট ভদ্রলোক। সেই কলকাতা থেকে ফোন করে করে লেখাটা আদায় করে নিলেন। সেই সাথে তাঁর পত্রিকার আরেকটা লেখার জন্যে নিজের সংক্ষিপ্ত কমিক্স সম্পর্কিত সিভি তৈরী করতে গিয়ে খেয়াল করলাম আমার প্রথম কমিক্স আসলে বের হয়েছে সেই ১৯৯৯ সালে। আহসান হাবীব সম্পাদিত 'মৌলিক' নামের সায়েন্স ফিকশন পত্রিকায়। তখন আমি ক্লাস টেন এ পড়, বয়স ষোল। আমার পুরোনো ডায়েরী ঘাঁটতে গিয়ে সেটার কপি খুঁজে পেলাম। কমিক্স দেখে মনে হল এই ক' বছরে খুব একটা এগোতে পারিনি। পুরানো কাজ খুঁজে পেলে কেমন অদ্ভূত অনুভূতি হয় - অনেকটা সময় পরিভ্রমণের মতন উত্তেজনা। যাই হোক, কমিক্সটা তুলে দি', 









No comments:

Post a Comment

হ্যাংওভার কাটিয়ে

একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...