May 26, 2015

VAGABOND

গত প্রায় এক বছর ধরে এই vagabond নামের গালা সাইজ মাঙ্গা সিরিজিটা মুগ্ধ হয়ে পড়েছি। তাকেহিকো ইন্যোউ এর লেখা। জাপানের সর্বকালের সেরা সোর্ডম্যান (মূলতঃ গুরু ছারা সামুরাই যাদের বলে রনিন, আমাদের একলব্য টাইপ) মিয়ামতো মুসাশি'র ওপরে লেখা। পড়ার ফাঁকে আবার আরেকটা গ্রাফিক নভেল পড়ছিলাম 'Y the last man'. সেখানে একটা বইয়ের নাম পেলাম 'গো রিন নো শো' বা the book of five rings. সেটা স্বয়ং মুসাশির লেখা, সেটাও পড়ে ফেল্লাম, মূলত ফাইটিং ট্যাকটিক্স আর ফিলসফির মারপ্যাঁচ নিয়ে করা। vagabond এর মত এত সুন্দর গ্রাফিক নভেল আমি এখনো আর পড়ি নাই। বইটা আমার লাইফ আর কাজের ধরন অনেকটাই প্রভাবিত করেছে। অনলাইনের ফ্রি কপি পড়লেও ইচ্ছা ছিল কখনো পারলে হার্ড কপি জোগাড় করব। অপ্রত্যাশিতভাবে সেটার ভলিম ১ হাতে চলে এল। ঘটনাটা ঘটিয়েছে র‍্যাটস আসিফ। লন্ডোনের আলকেমি ফেস্টিভ্যাল এ সে ডাক পেয়েছিল সেই সুযোগে বেশ কিছু কমিক্স কিনে আনার ফাঁকে এটা দেখে সে আমার জন্যে নিয়ে আসে। ফিলিং 'দারুণ!'
কেউ অনলাইন এ পুরোটা পড়তে চাইলে এখানে ক্লিক করুন। 





May 07, 2015

Interview


এবং হ্যাঁ, যারা যারা দেরীতে ঘুম থেকে ওঠার কারণে সকালের শো মিস করেন (আমি সহ) তাদের জন্যে রয়েছে ইউটিউব।  বাংলাভিশন এ ভীষণ সাক্ষাতকার। থ্যাংস টু খায়রুল বাবুই ভাই। 

চলছে ফরেন কমিকস