January 30, 2021

স্মৃতি থেকে অবজারভেশনাল স্কেচ

গেল ২৭ জানুয়ারি ঘুরতে গেছিলাম গাজীপুর সাফারি পার্কে। যাবার পথে গাজীপুরের দারুণ শীতমাখা বিকেলে অটোতে যেতে যেতে মনে হল তাইতো, এই সব দৃশ্যাবলি তো স্কেচ বুকে তোলা হচ্ছে না। পথে চট করে নেমে গেলে হয়ত হত, কিন্তু দিন শেষে দেখা যাবে এঁকেছি সেই পুরোনো দুই একটা মানুষ। তাই এবারে একটা নতুন জিনিস ট্রাই করলাম। যা দেখছি মনে মনে তুলে নিচ্ছি স্কেচের মত করে। এখানে কোন ব্যাপারগুলি বেশি ইউনিক? এরকম একটা পরিবেশ আঁকতে গেলে কী কী আসতে পারে?
অসংখ্য জিনিস চোখে পড়লেও ঘরে এসে খুব বেশি মনে করতে পারিনি। তার মধ্যে যে ক'টা মনে আছে রাফলি এঁকে হালকা রঙ চড়িয়ে দিলাম। 
এর পর ট্যুরে কোথাও গেলে আঁকার সুযোগ না পেলে এটা আবার ট্রাই করবো। 


No comments:

Post a Comment

হ্যাংওভার কাটিয়ে

একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...