September 21, 2021

Sketch practice

ডেইলি প্র্যাকটিস এখন আরেকটু সড়গড় হয়েছে। আগে কোনমতে গোটা দশেক জেশ্চার আঁকলেই হাঁফ ধরে যেত। ইদানীং বরং যতই কাজ করি আরো মনে হয়  করা হল না। রেডিমেড মডেল জেশ্চার বরাবরি না-পছন্দ হলেও শেষমেশ অনলাইনের এই সব কিম্ভুত আর্টিফিশিয়াল ভঙ্গি-ই ভরসা। অইদানীং আঁকছি GES DRAW PARTY নামের একটা ইউটিউব চ্যানেলে থেকে। 


No comments:

Post a Comment

কার্ফিউ এর দিনগুলিতে কার্টুন

হাতে ধরা কার্ফিউ পাসটার দিকে কিছুটা অবিশ্বাস নিয়ে তাকিয়ে আছি। নিজের দেশে এরকম একটা পরিস্থিতি জীবদ্দশায় দেখব তা ভাবিনি কখনো। গাড়ির জানালা দিয়...