July 26, 2011

ভীতু দেশলাই কাঠি





এনিমেশন দুনিয়ায় পা রাখলাম অবশেষে, POKEE নামে অপুদের একটা এনিমেশন ফার্ম আছে, সেটা তিনমাসের একটা বিগিনার'স এনিমেশন ওয়ার্কশপ শুরু করেছে। আমি সবান্ধব (জিমি) সেখানে শুক্র শনি সারাদিন পাঠ নিচ্ছি। কোর্সের প্রথম ধাপ এ আমাদের সবাইকে একটা করে স্টোরি লাইন দাঁড়া করাতে হবে। আগামী সপ্তায় জমা। আমি যা ভাবছি তার কনসেপ্ট ড্রয়িং শুরু করে দিয়েছি। গল্পটা হবে একটা ভীতু দেশলাই কাঠিকে নিয়ে, যে আগুন ভয় পায়। সে মরতে চায় না, বাক্স থেকে পালাবার পরে সে জানতে পারবে মৃত্যু অনিবার্য, এবারে সে জীবনের মানে খুঁজতে শুরু করবে।

শেষটা কিভাবে করব এখনো জানি না। তবে শুরু করে দিয়েছি। দেশলাই কাঠির একটা সুবিধা হবে এটা আঁকা সোজা হবে, আর স্কেল প্রোপোর্শনের একতা মজা করা যাবে এটা নিয়ে।

দেখা যাক কদ্দুর কি দাঁড়ায়।

1 comment:

  1. গল্পটা ভালো লেগেছে। কম্প্লিট হইলে একটু দেখতে চাই।

    ReplyDelete

চলছে ফরেন কমিকস