June 29, 2010

খোমাকেচারঃ সিমু নাসের










রস+আলোর সম্পাদক সিমু, আমার সপ্তাহের একমাত্র ফাঁকা দিন শুক্র শনিকে যে শনির ফেরে ফেলে দিয়েছে। এক সোমবার থেকে আরেক সোমবার নির্ঘাৎ ৬ দিনের চে' অনেক কম সময়। রস+আলোর কভার করবার জন্য যখন ফোন আসে তখন বুঝি আইনস্টাইনের টাইম ডাইলেশন কত সত্যি। দিন দিন আমি তাঁর ভক্ত হয়ে যাচ্ছি।
যাই হোক এই ক্যারিকেচারের একটা বৈশিষ্ট্য হল এটাই প্রথম কোন রকম হাতের স্পর্শ ছাড়াই সর্বাধুনিক প্রযুক্তিতে উৎপন্ন- অর্থাৎ এটা আমার ওয়াকম গ্রাফিক ট্যবলেট ব্যবহার করে ডিরেক্ট ফটোশপে আঁকা। কাল যেসন সেইলার এর একটা টিউটোরিয়াল পড়ে ইন্সপায়ার্ড হয়ে করা। অনেকটা অয়েল পেইন্ট স্টাইল। ডার্ক টু লাইট টোন এ যাওয়া। বেশ মজা পেলাম কাজটা করে।

3 comments:

  1. এবার দেখেই চিনতে পেরেছি।:)

    ReplyDelete
  2. খুব স্বাভাবিক

    ReplyDelete
  3. আমারো এমন একটা ছবি একেছিলেন। যত্ন করে রেখে দিয়েছি বস্‌।

    ReplyDelete

হ্যাংওভার কাটিয়ে

একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...