June 07, 2010
রস+আলোর প্রচ্ছদ ০৭.০৬.১০
ছ' ঘন্টার জান কালা করা ড্রয়িং, এই প্রথম আমার মিনিয়েচার (ব্যম্বু) গ্রাফিক ট্যাবলেটে বুঝে শুনে রঙ করা। ওটায় হাত চলে আসতে আশা করি আর বেশীদিন নেই।
ফটোশপে চাইলে কি না করা যায়, আর একটা সফটোয়্যারের নাম হালে শুনছি- কোরেল পেইন্টার, স্পেশালি ডিজাইন্ড ফর ডিজিটাল পেইন্টিং। ওটার কাজ দেখারপরেও যারা ডিজিটাল পেইন্টিং কে মেকানিক্যাল বলতে চান... তাদের সাথে কথা নাই।
কেউ কি ড্রয়িংটার ভুলগুলো দেখতে পাচ্ছেন? এই ড্রয়িং এর লোকটা একটা ভুত :) কারণ তার ছায়া নাই, ছায়া নাই ব্যানারেও। লাইট আর শেড এর ওপর দখল না আসা পর্যন্ত সব কাজই ট্র্যাশ। দ্যা ভিঞ্চি শুধু লাইট এন শেড নিয়ে ৫ টা বই লিখেছিলেন...!
Subscribe to:
Post Comments (Atom)
হ্যাংওভার কাটিয়ে
একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...
-
আইডিয়া পাওয়া বা ক্রিয়েটিভ কাজ ইত্যাদিকে এখনো আমাদের সমাজে একটা অলৌকিক প্রতিভা হিসেবে ভাবা হয়। কিছু ক্ষেত্রে ব্যাপারটা সত্যও বটে। ত...
-
দীর্ঘ দশ মাস পর ২০১৮ সালের বিজ্ঞান বিভাগের নবম-দশম শ্রেণির ৫ টা (গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান) ও আর্টস ও কমার্স বি...
-
এইবার আমরা হুইলের আসল কাজটা দেখি। মানে রঙ করার সময় এটা আসলে কি কাজে লাগে। একটা ছবি রঙ করার সময় আসলে মূল যে ব্যপারটা মাথায় আগে আনতে হবে সেটা ...
থিম এর এর সাথে মিল রেখে ছায়া না থাকাটাই মানাইসে। বাংলাদেশে জানামতে সব বিল ই ভূতুরে। এই রকম লিখার কাজ ভূত ছাড়া আর কে নিবে বলেন?
ReplyDeleteইতি
আপনার টেবিল ফ্যান
পলাশ
আহা... ছায়ার ব্যাপারটা খেয়াল করিনি। আপনি বলার পর খেয়ালে পড়ল।
ReplyDeleteOH marattok hoise mehedi vai.
ReplyDeletedarun!
ReplyDelete