June 27, 2010
খোমাকেচারঃ তামিলা
তাজিকিস্তানি স্কাল্পটর তামিলা মামাটোভা। ইরানে গিয়ে পরিচয়, তাজিকিস্তানে তার বানানো 'উলান বাতোর'এর মূর্তি রাজধানীর কোন একটা মোড়ে রাখা আছে।এই মেয়ে তার ক্যারিকেচার করে দেবার জন্য ক'দিন ধরে মাথা খারাপ করে দিচ্ছিলো। তার ইংরেজী আমার চেয়ে ভয়াবহ। how you not drawing my when? এই ধরণের-এর থেকে বুঝে নিতে হচ্ছে যে 'আমি আর কবে তার ক্যারিকেচারটা করব'এই অত্যাচার থেকে বাঁচতে আজ কোনমতে এটা শেষ করে মেইল দিলাম- this you go drawing from me.
Subscribe to:
Post Comments (Atom)
হ্যাংওভার কাটিয়ে
একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...
-
আইডিয়া পাওয়া বা ক্রিয়েটিভ কাজ ইত্যাদিকে এখনো আমাদের সমাজে একটা অলৌকিক প্রতিভা হিসেবে ভাবা হয়। কিছু ক্ষেত্রে ব্যাপারটা সত্যও বটে। ত...
-
দীর্ঘ দশ মাস পর ২০১৮ সালের বিজ্ঞান বিভাগের নবম-দশম শ্রেণির ৫ টা (গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান) ও আর্টস ও কমার্স বি...
-
এইবার আমরা হুইলের আসল কাজটা দেখি। মানে রঙ করার সময় এটা আসলে কি কাজে লাগে। একটা ছবি রঙ করার সময় আসলে মূল যে ব্যপারটা মাথায় আগে আনতে হবে সেটা ...
ও ভু্লভাল ইংরেজি লেখে বলে আপনাকেও লিখতে হলো?
ReplyDeleteকেনো আমারটা ভুল হইছে নাকি?
ReplyDeleteA.R: নাইলে সে তো বুঝবো না!
ReplyDeleteবাংলাদেশি কোন কার্টুনিস্ট ব্লগিং করেন এটাই জানা ছিলো না।
ReplyDeleteআপনাকে অনেক অভিনন্দন। নিয়মিত লিখবেন/ আঁকবেন আশা করি।