June 27, 2010

খোমাকেচারঃ তামিলা



তাজিকিস্তানি স্কাল্পটর তামিলা মামাটোভা। ইরানে গিয়ে পরিচয়, তাজিকিস্তানে তার বানানো 'উলান বাতোর'এর মূর্তি রাজধানীর কোন একটা মোড়ে রাখা আছে।এই মেয়ে তার ক্যারিকেচার করে দেবার জন্য ক'দিন ধরে মাথা খারাপ করে দিচ্ছিলো। তার ইংরেজী আমার চেয়ে ভয়াবহ। how you not drawing my when? এই ধরণের-এর থেকে বুঝে নিতে হচ্ছে যে 'আমি আর কবে তার ক্যারিকেচারটা করব'এই অত্যাচার থেকে বাঁচতে আজ কোনমতে এটা শেষ করে মেইল দিলাম- this you go drawing from me.

4 comments:

  1. ও ভু্লভাল ইংরেজি লেখে বলে আপনাকেও লিখতে হলো?

    ReplyDelete
  2. কেনো আমারটা ভুল হইছে নাকি?

    ReplyDelete
  3. A.R: নাইলে সে তো বুঝবো না!

    ReplyDelete
  4. বাংলাদেশি কোন কার্টুনিস্ট ব্লগিং করেন এটাই জানা ছিলো না।
    আপনাকে অনেক অভিনন্দন। নিয়মিত লিখবেন/ আঁকবেন আশা করি।

    ReplyDelete

হ্যাংওভার কাটিয়ে

একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...