June 08, 2010
সাপ্তাহিক বুধবার থেকেঃ ০৯.০৬.১০
সাপ্তাহিক বুধবারের জন্য আঁকলাম, সংবাদপত্রের স্বাধীনতা হরণের আশু পরিণতি। এইখানে একটা গোমর আছে, পেনগুলি কিন্তু মোটেও রাইটিং পেন না। রাইটিং পেনের মাথা থাকে ভোঁতা যা এই আইডিয়ার জন্যে নট কমপ্যটিবল। এইটা আমার ড্রয়িং পেন- ক্রোকুইলে নিব- ডিপ পেন, এর মধ্যে বেশ একটা যুদ্ধংদেহী ব্যপার আছে।
কার্টুনটার ফ্রেমিং অত্যন্ত বাজে হয়েছে, বাট বুধবারের ট্যাবলয়েড সাইজের এটা একটা লিমিটেশন। এই সাইজটা না নিয়ে তার চেয়ে ছোট নিলে সেটা আরো কিম্ভুত ঠ্যকে।
Subscribe to:
Post Comments (Atom)
হ্যাংওভার কাটিয়ে
একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...
-
আইডিয়া পাওয়া বা ক্রিয়েটিভ কাজ ইত্যাদিকে এখনো আমাদের সমাজে একটা অলৌকিক প্রতিভা হিসেবে ভাবা হয়। কিছু ক্ষেত্রে ব্যাপারটা সত্যও বটে। ত...
-
দীর্ঘ দশ মাস পর ২০১৮ সালের বিজ্ঞান বিভাগের নবম-দশম শ্রেণির ৫ টা (গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান) ও আর্টস ও কমার্স বি...
-
এইবার আমরা হুইলের আসল কাজটা দেখি। মানে রঙ করার সময় এটা আসলে কি কাজে লাগে। একটা ছবি রঙ করার সময় আসলে মূল যে ব্যপারটা মাথায় আগে আনতে হবে সেটা ...
লাইক
ReplyDeleteShekh hasinar sari ta golmele. Achol khuje pelam na!!
ReplyDeletecartoon valo legeche.
sheirokom hoise!
ReplyDelete