August 02, 2014

Done for Save Gaza Cartoon Exhibition

পরশু দুপুরে একটা মেইল পেলাম। মূহাম্মদ সাবানেহ নামের কেউ একজন ই-নেইল করেছে। নামটা চেনা লাগলো। খুলে দেখি ফিলিস্তিনি কার্টুনিস্ট। কার্টুন মুভমেন্টে আমাএ এন্টৃগুলিতে প্রায়ই কমেন্ট করত। এখন মেইল করার কারণ সে এই সপ্তাহে ফিলিস্তিনের রামাল্লায় একটা কার্টুন প্রদর্শনী করতে চায়। আমাকে আঁকতে বলেছে। সাথে সাথে বসে গেলাম আঁকতে সময় নিয়ে আরো দু'টো পাঠাবো ভাবছি। এই ভয়ানক অন্যায়ের বিরুদ্ধে আর কি-ই বা করার আছে আমার?



3 comments:

হ্যাংওভার কাটিয়ে

একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...