February 25, 2015

Political Cartoon from New age

নিউ এইজ এ কার্টুন আঁকার এক যুগ হয়ে গেলো। কী দারুণ একটা সময় পার করলাম। যৌবনের শুরু থেকে মাঝামাঝি চলে এসেছি এই ৩০ নম্বর, তেজগাঁওয়ের প্রাচীন দালানে।

আজকের এই কাজটা আমার নিজের প্রিয়' তে রাখলাম। ছাপা হয়ে যাবে বুঝিনাই :D- জয়তু নুরুল কবীর!
ইনি না থাকলে আমার  পলিটিক্যাল কার্টুন করা হত না।

1 comment:

Caricature: Esha and Shadman

 দেখতে দেখতে সময় চলে যায়। সেদিনের এষা, মানে আহসান হাবীব দ্য বস, মানে আহসান ভাইয়ের মেয়ে এষা এখন রীতিমত সংসারী। তাঁর জীবনসঙ্গি শাদমান ও দারুণ ...