January 30, 2021

স্মৃতি থেকে অবজারভেশনাল স্কেচ

গেল ২৭ জানুয়ারি ঘুরতে গেছিলাম গাজীপুর সাফারি পার্কে। যাবার পথে গাজীপুরের দারুণ শীতমাখা বিকেলে অটোতে যেতে যেতে মনে হল তাইতো, এই সব দৃশ্যাবলি তো স্কেচ বুকে তোলা হচ্ছে না। পথে চট করে নেমে গেলে হয়ত হত, কিন্তু দিন শেষে দেখা যাবে এঁকেছি সেই পুরোনো দুই একটা মানুষ। তাই এবারে একটা নতুন জিনিস ট্রাই করলাম। যা দেখছি মনে মনে তুলে নিচ্ছি স্কেচের মত করে। এখানে কোন ব্যাপারগুলি বেশি ইউনিক? এরকম একটা পরিবেশ আঁকতে গেলে কী কী আসতে পারে?
অসংখ্য জিনিস চোখে পড়লেও ঘরে এসে খুব বেশি মনে করতে পারিনি। তার মধ্যে যে ক'টা মনে আছে রাফলি এঁকে হালকা রঙ চড়িয়ে দিলাম। 
এর পর ট্যুরে কোথাও গেলে আঁকার সুযোগ না পেলে এটা আবার ট্রাই করবো। 


January 28, 2021

মুকু গ্রাফিক নভেল শেষ!

 

প্রায় এক বছর ধরে অন্য সব কাজের ফাঁকে ফাঁকে কিশোর আলো ম্যাগাজিনের জন্যে এঁকে শেষ করলাম আমার অনেক আগের একটা গল্প মুকু ক্যারেক্টারের নীলকণ্ঠ রহস্য। গল্প ভাবনা যেমন ছিল শেষে গিয়ে তেমন থাকেনি। আঁকতে আঁকতে নিজেই গল্পটা অন্য দিকে নিয়ে গেছে আমাকে। এটা একটা দারুণ অভিজ্ঞতা। আশা করি আসছে বইমেলায় পুরো বইটা কিছু আপডেট পেইজ সহ পাওয়া যাবে।


চলছে ফরেন কমিকস