July 29, 2018

আহসান হাবীব: কার্টুন বাণী

ইদানীং আমার যে কোন টিউটোরিয়ালে মূল যে জিজ্ঞাসাটা পাই সেটা হল- ভাই এটা কোন সফটওয়ার? আসলে সফটওয়ার একটা মাধ্যম মাত্র। সেটা আঁকা শিখায় না, কিছু সময় বাঁচায় আর কিছু ভিন্ন অপশন দেখায়। এই ব্যাপারে আমাদের কার্টুন গুরু, উন্মাদ সম্পাদক আহসান হাবীব দ্য বসের একটা ছোট ড্রায়ং দৃশ্য শেয়ার করা জরুরী মনে হল। আর শেষে তাঁর বাণী। উন্মাদ অফিসে আমার পঁচা মোবাইলে ২০১৫ সালে ধারনকৃত।


July 27, 2018

মাঙ্গাস্টুডিওতে কমিক্স আঁকা

বেশ অনেকদিন ধরেই আঁকা হচ্ছে ডিজিটালি, ডেডলাইন সামনে থাকলে আর প্রিন্টিং নিয়ে বেশী মাথা না ঘামাতে চাইলে ডিজিটাল ওয়ার্কফ্লো সবচেয়ে ভাল। আমার পছন্দের সফটওয়ার হল মাঙ্গাস্টুডিও। ড্রয়িঙের জন্যে অসাধারণ, সহজ ও একই সাথে অনেক লাইট। যাই হোক, এটা একটা খুবই সংক্ষিপ্ত বর্ণনা। আর এটা বেশ আগের রেকর্ডিং, এখন আমি আরো অন্যরকম ভাবে আঁকি। এ পর্যন্ত কারো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন।

July 12, 2018

Image Comics

ফেব্রুয়ারি, ১৯৯২। মার্ভেল স্টুডিও থেকে বের হয়ে এলেন সে সময়ের কিংবদন্তীতূল্য আর্টিস্ট জিম লি (যাঁর একেকটা বই ৫০ থেকে ৬০ লক্ষ কপি বিক্রি হত), রয় লি'ফিল্ড, টড ম্যাকফার্লেন, জিম ভ্যালেন্টিনোর মত মোট সাতজন। এবং ঝুঁকি নিয়ে বের শুরু করলেন IMAGE COMICS যেখানে প্রথমবারের মত প্রকাশ হতে লাগলো ক্রিয়েটরস ওউনড কমিক্স। মানে যিনি শিল্পী ও লেখকদের কাছেই থাকবে কমিক্স ক্যারেক্টার আর গল্পের কপপিরাইট। মার্ভেল বা ডিসি যেটা কখনোই দিতো না। তারা শিল্পিদের গন্য করত চাকুরিজীবি হিসেবে। কিন্তু আমরা শিল্পীরা নিছক চাকুরিজীবি নই।

আমার ঢাকা কমিক্সের ব্যবসা কাঠামো আর কাজের ধরন পুরোই এই ইমেজ কমিক্স কে ফল করে করা। আগ্রহীরা এই সময়ে সেই বিদ্রোহী আর্টিস্টদের আড্ডাটা দেখতে পারেন।


চলছে ফরেন কমিকস