আঁকান্তিসের এ সপ্তাহের টিউটোরিয়াল, এবারের বিষয় ঠোঁট।
June 29, 2019
June 24, 2019
আঁকান্তিস টিউটোরিয়াল: চলছে
প্রতি শুক্রবারের টিউটোরিয়াল চলছে, টানা তিন মাস নিয়মিত টিউটোরিয়াল বানালাম, আশা করি এখন থেকে নিয়মিতই পারা যাবে। গত শুক্রবারেরটা ছিলো নতুন কেনা ক্যমেরা স্ট্যান্ড টা ব্যবহার করে হাতে কলমে আঁকার ভিডিও। লাইট আরো ভালো করতে হবে, আর ভিডিও কোয়ালিটিও সম্ভবত অত জাতের হচ্ছে না। দেখা যাক সামনে কী হয়।
June 23, 2019
আঁকান্তিসের কার্টুন কোর্স
আঁকান্তিসের একটা ক্লাশরুম নেওয়া হয়েছে অবশেষে! পান্থপথের মোড়ে, ১৫২/২ গ্রিন রোড পড়েছে ঠিকানাটা। বাড়িটার দোতলায়। আহামরি কিছু না, কিন্তু এই প্রথম কার্টুন স্কুলের নিজস্ব একটা জায়গা হল। শুরুতেই একটা ওয়ার্মিং আপ কোর্স ছেড়ে দিচ্ছি কোরবানীর ঈদের আগে আগেই। (ডিটেইলটা এখানে ইমেজ আকারে দিয়ে দিলাম)। আর সেই সাথে কাজ চলছে আঁকান্তিসের অনলাইন স্কুলের। দারুণ কিছু হবে ভেবে কৈশোরের মত বুক ঢিপঢিপ আনন্দ হচ্ছে। দেখা যা কী দাঁড়ায় শেষমেশ।
Subscribe to:
Posts (Atom)
বিদায় ব্লগস্পট
গুণে গুণে ১২ বছর এখানে কাটালাম, এবং হঠাৎ সেদিন হঠাৎ আবিষ্কার কুরলাম আমি ছাড়া আর কেউই নেই আশেপাশে। খোঁজ নিয়ে দেখতে পাচ্ছি এখন আর্টিস্টরা সবাই...
