January 28, 2021

মুকু গ্রাফিক নভেল শেষ!

 

প্রায় এক বছর ধরে অন্য সব কাজের ফাঁকে ফাঁকে কিশোর আলো ম্যাগাজিনের জন্যে এঁকে শেষ করলাম আমার অনেক আগের একটা গল্প মুকু ক্যারেক্টারের নীলকণ্ঠ রহস্য। গল্প ভাবনা যেমন ছিল শেষে গিয়ে তেমন থাকেনি। আঁকতে আঁকতে নিজেই গল্পটা অন্য দিকে নিয়ে গেছে আমাকে। এটা একটা দারুণ অভিজ্ঞতা। আশা করি আসছে বইমেলায় পুরো বইটা কিছু আপডেট পেইজ সহ পাওয়া যাবে।


No comments:

Post a Comment

Caricature: Esha and Shadman

 দেখতে দেখতে সময় চলে যায়। সেদিনের এষা, মানে আহসান হাবীব দ্য বস, মানে আহসান ভাইয়ের মেয়ে এষা এখন রীতিমত সংসারী। তাঁর জীবনসঙ্গি শাদমান ও দারুণ ...