January 13, 2026

Caricature: Esha and Shadman

 দেখতে দেখতে সময় চলে যায়। সেদিনের এষা, মানে আহসান হাবীব দ্য বস, মানে আহসান ভাইয়ের মেয়ে এষা এখন রীতিমত সংসারী। তাঁর জীবনসঙ্গি শাদমান ও দারুণ ছেলে, দুইজনেই একাডেমিশিয়ান। আমেরিকায় পড়াশোনা করে দেশে এসেছে। হঠাৎ ফেইসবুক এ দেখি এষার জন্মদিন, তাই চট করে এঁকে ফেললাম, যথারীতি ভালো হয় নাই। হাহা।



No comments:

Post a Comment

Caricature: Esha and Shadman

 দেখতে দেখতে সময় চলে যায়। সেদিনের এষা, মানে আহসান হাবীব দ্য বস, মানে আহসান ভাইয়ের মেয়ে এষা এখন রীতিমত সংসারী। তাঁর জীবনসঙ্গি শাদমান ও দারুণ ...