February 21, 2015

ভাষা দিবস ইনফোগ্রাফিক




নিউ এইজ এ দুই বছর আগে একটা রিপোর্ট হয়েছিল যে ভাষা দিবস সম্পর্কে এ যুগের তরুণরা কে কী জানে- ফলাফল ভয়াবহ। কেউ বলেছে এ দিন আমরা স্বাধীন হয়েছি তাতে তিরিশ লাখ লোক মারা গেছে, কেউ বলেছে এটা আমাদের বিজয় দিবস। ভয়ানক তথ্যটা হল এতে বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম ও মাদ্রাসা ছাত্র সবাই-ই ছিল। এবং মন্তব্য শুনে কে কোন মাধ্যম তা বলা সম্ভব না। তাদের দোষ দেবার আগে আমার মনে হল আসলে এদের কারিকুলাম বাদ দিয়েও যদি ভাবি সহজভাবে কি আমাদের ভাষা আন্দোলনের হিসাব আমরা কেউ বলেছি? এই ক্যুইক রেন্টাল এর যুগে যেখানে মানুষের গড় মনোযোগ পনের সেকেন্ডের বেশী ধরে রাখাটাই একটা কঠিন কাজ সেখানে শুকনা পরিসংখ্যানের কয়েক লাইন পাঠ্যবইয়ে গুঁজে দিয়ে কি দায়িত্ব শেষ করা যায়? সে সময় থেকেই একেবারে সহজ একটা ইনফোগ্রাফিক (মানে যেখানে গ্রাফিক এর সাথে সাথে ছোট করে ক্রনোলজিকালি একটা ঘটনা সহজে লেখা থাকে) বা কমিক্স করার কথা মাথায় আসে। বছর ধরে বেহ কয়েকবার উদ্যোগ নিয়েও পরে এর ছাপার হিসেব করে পিছিয়ে আসতে হয়, পরে সেই চিন্তা আবার বাদ দেয়াহয়। এবং সব শেষে কিছু না করার চেয়ে একটা ডিজিটাল কপি অন্তত সবার জন্যে ফেইসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ছাড়াই বেটার মনে হয়।
সেই চেষ্টার ফসল ই এই কাজ। স্ক্রিপ্ট লেখার দুরূহ কাজটা করেছে কবি নাফিস সবুর। আর অন্যান্য মতামত দিয়ে সাহায্য করেছে (ন) আবু জার এম আক্কাস ভাই, ও আসিফুর রহমান রাতুল।
সিন্ধুতে এই বিন্দু প্রচেষ্টা আমি অনে করি অন্যদের দোষ দেবার চাইতে কিছুটা হলেও কাজে দেবে।
ভাল রেজ্যুলিউশন এখানে


No comments:

Post a Comment

চলছে ফরেন কমিকস