February 04, 2015

ফাইনালি ফেইসবুক পেইজ (বিসর্গ+ড)

ফেইসবুকে অনেক আগে একটা পেইজ খুলেছিলাম, এবং স্বভাবতই আলসেমী করে সেটা ফেলে রেখেছিলাম। পাবলিশ করা হয়নি, আজ নিউ এইজ এর ফাইল ঘাঁটতে গিয়ে মনে হল একটা কার্টুন রিড্র করা যায় সেটা এই-

আর তারপরেই মনে হল এটা আসলে কোন একটা পেইজ এর কভার ফটো হতে পারে, খুঁজে পেতে সেই পেইজ প্রায় ২ ঘন্টার ঘষামাজায় ঠিক করা হল- এই হল পেইজ এর লিংক ক্লিক করুন

No comments:

Post a Comment

Caricature: Esha and Shadman

 দেখতে দেখতে সময় চলে যায়। সেদিনের এষা, মানে আহসান হাবীব দ্য বস, মানে আহসান ভাইয়ের মেয়ে এষা এখন রীতিমত সংসারী। তাঁর জীবনসঙ্গি শাদমান ও দারুণ ...