October 30, 2012

করোটি

এতদিন গোটা মানবদেহ নিয়ে মোটামুটি একটা ধারনা করা হলেও একেবারে আসল অংশটাতেই আমরা সেভাবে মনোযোগ দেই নি, সেটা হল মাথা। ভেঙ্গে বললে করোটি ও চোয়াল। যে কোন মেরুদন্ডী প্রানীর মাথা মূলতঃ দুই ভাগে বিভক্ত। করোটি (খুলি) আর চোয়াল। মাথার মধ্যে শুধু এই চোয়ালটাই নড়ে। করোটি ও চোয়ালের ব্যপারটা একবার বুঝে ফেললে যে কোন এক্সপ্রেশন আঁকা অনেক সহজ হয়ে যায়

3 comments:

  1. একমাস আগে ব্লগটা আবিষ্কার করেছিলাম। আজ দেখে খুশী হলাম, সিরিজটা তাহলে চলছে ...। আমি ছবি আঁকা শিখতে চাই, কিন্তু কিভাবে কি করবো বুঝছি না। একটা বই কিনে চেষ্টা করেছিলাম ড্রইং করার, ছাতামাথা ছাড়া কিছু হচ্ছে না। কি করি বলেন তো?

    ReplyDelete
  2. ভাই আমি কার্টুন আকতে পারি না , কিন্তু দেখে মজা পাই। আপনার উদ্যোগ বেশ লাগ্লো...আশা করি আপনি থেমে যাবেন না

    ReplyDelete
  3. ভাই আমি কার্টুন আকতে পারি না , কিন্তু দেখে মজা পাই। আপনার উদ্যোগ বেশ লাগ্লো...আশা করি আপনি থেমে যাবেন না

    ReplyDelete

হ্যাংওভার কাটিয়ে

একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...