May 02, 2020

Coronacature, করোনাক্যাচার

MAD ম্যাগাজিনের প্রিয় আর্টিস্ট টম রিচমন্ড এই বন্দী সময়ে ক্যারিকেচারিস্টদের জন্যে একটা দৈনিক ক্যারিকেচার চ্যালেঞ্জ দিয়েছেন। নাম করোনাক্যাচার। প্রতিদিন বেশ ইন্টারেস্টিং চেহারার কারো ছবি পোস্ট করা হয় ফেইসবুকের ওই গ্রুপে, তার পর যে তাকে যেভাবে আঁকে। কাল ছিল এমিলি ব্লান্ট। আঁকতে গিয়ে বেড়াছেড়া। খেয়াল করেছি যখনই স্টাডি বাড়াই আঁকা পঁচা হয়। হাহা। সম্ভবত স্টাডিতে যা যা দেখি সব আনতে চাই, আসে না, মাঝে দিয়ে লাইকনেস টাইকনেস চলে যায়। যাই হোক, যত পঁচাই হোক এই বছর কাজ কমপ্লিট করছি প্ল্যান মত।

No comments:

Post a Comment

Caricature: Esha and Shadman

 দেখতে দেখতে সময় চলে যায়। সেদিনের এষা, মানে আহসান হাবীব দ্য বস, মানে আহসান ভাইয়ের মেয়ে এষা এখন রীতিমত সংসারী। তাঁর জীবনসঙ্গি শাদমান ও দারুণ ...