March 31, 2015

Rajsahi Sketches


মাঝে সপ্তাখানেক রাজশাহী ছিলাম। এত নিরিবিলি শহর এখন পর্যন্ত দেশে আর দেখিনি। সবচেয়ে আরামের হল ট্রান্সপোর্ট। শহর জুড়ে ব্যাটারি চালিত 'অটো' যেখানেই যান রিজার্ভ এ গেলেও কখনই ভাড়া ৬০ টাকার বেশী না। রাস্তাতে কোথাও ভাঙ্গা নেই কোন ময়লা নেই- আহারে ঢাকায় আমরা কী কষ্ট করেই না থাকি। (সেখানে বেশ কিছু স্কেচ বুক করেছি তার থেকে এক পৃষ্ঠা)

2 comments:

  1. নিজের শহর সবার কাছেই স্বর্গের মত। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই শান্তির শহর নিয়ে কিছু করার জন্য। কিন্তু ভাই একটা ব্যাপারে আমার আপত্তি আছে আর সেটা হল রাজশাহী বানানটাতে। ঐটা Rajsahi না Rajshahi হবে।

    ReplyDelete
  2. নিজের শহর সবার কাছেই স্বর্গের মত। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই শান্তির শহর নিয়ে কিছু করার জন্য। কিন্তু ভাই একটা ব্যাপারে আমার আপত্তি আছে আর সেটা হল রাজশাহী বানানটাতে। ঐটা Rajsahi না Rajshahi হবে।

    ReplyDelete

Caricature: Esha and Shadman

 দেখতে দেখতে সময় চলে যায়। সেদিনের এষা, মানে আহসান হাবীব দ্য বস, মানে আহসান ভাইয়ের মেয়ে এষা এখন রীতিমত সংসারী। তাঁর জীবনসঙ্গি শাদমান ও দারুণ ...