March 23, 2015

আমার ওয়েবসাইট : আপডেটেড

আহ, ফাইনালি, আমার সাইট আপডেট করা হল। এর ইতিহাস আর বলতে চাই না, এক ডেভেলপার আগে এক বছর ঝুলিয়ে রেখে সব টাকা নিয়ে বসে ছিল। ওদিকে সাইট কমপ্লিট না। আর এবারে বিরক্ত হয়ে ফেইস বুক এ একটা স্ট্যাটাস দিতেই রীতিমত কাকে ছেড়ে কাকে নেই এই অবস্থা, যাই হোক, এটাতেও বেশ কিছু কাজ বাকী আছে বটে- তবে যা হল তা চলবে। ইফরান আর জাকির নামের দুই তরুণ ডেভেলপার কাজটা করে দিয়েছে, তাদের ধন্যবাদ, কেউ নিজের/ কম্পানীর সাইট করতে চাইলে তাদের সাইট এ ক্লিক করতে পারেন।

No comments:

Post a Comment

কার্ফিউ এর দিনগুলিতে কার্টুন

হাতে ধরা কার্ফিউ পাসটার দিকে কিছুটা অবিশ্বাস নিয়ে তাকিয়ে আছি। নিজের দেশে এরকম একটা পরিস্থিতি জীবদ্দশায় দেখব তা ভাবিনি কখনো। গাড়ির জানালা দিয়...