Subscribe to:
Post Comments (Atom)
Caricature: Esha and Shadman
দেখতে দেখতে সময় চলে যায়। সেদিনের এষা, মানে আহসান হাবীব দ্য বস, মানে আহসান ভাইয়ের মেয়ে এষা এখন রীতিমত সংসারী। তাঁর জীবনসঙ্গি শাদমান ও দারুণ ...
-
দীর্ঘ দশ মাস পর ২০১৮ সালের বিজ্ঞান বিভাগের নবম-দশম শ্রেণির ৫ টা (গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান) ও আর্টস ও কমার্স বি...
-
আইডিয়া পাওয়া বা ক্রিয়েটিভ কাজ ইত্যাদিকে এখনো আমাদের সমাজে একটা অলৌকিক প্রতিভা হিসেবে ভাবা হয়। কিছু ক্ষেত্রে ব্যাপারটা সত্যও বটে। ত...
-
হাতে ধরা কার্ফিউ পাসটার দিকে কিছুটা অবিশ্বাস নিয়ে তাকিয়ে আছি। নিজের দেশে এরকম একটা পরিস্থিতি জীবদ্দশায় দেখব তা ভাবিনি কখনো। গাড়ির জানালা দিয়...



ভাইয়া আমি আমার কাজ নিয়ে হতাশ । ড্রয়িংকে আমি প্রফেশন হিসেবে নয়, শুধুমাত্র একজন ভাল আঁকিয়ে হতে চাই ড্রয়িং ভাল লাগে বলে। কিন্তু গত কয়েক বছরেও আমার কাজের কোন উন্নতি হচ্ছেনা। ফেস প্রোফাইল ভাল করতে গেলে ফিগারে গোলমাল লেগে যায়্ আবার ফেস প্রোফাইলেও অনেক সমস্যা। নিজেই বুঝতে পারি আমার আঁকা খারাপ। কার্টুন আঁকতে ভাল লাগে। আবার কেরিকেচারের প্রতিও আগ্রহ আছে। কিন্তু ক্যারিকেচার করতে গেলে লাইকনেস্ আসেনা। ইদানিং আমার মনে হচ্ছে আমার শেখার পদ্ধতিতে গণ্ডগোল আছে। আমি কি কার্টুন দিয়েই শুরু করব নাকি কি ক্যারিকেচার আর কার্টুন দুটাই একসাথে আয়ত্তে আনতে পারব বুঝতে পারছিনা। আমি আবার নতুন করে শুরু করতে চাই। কোত্থেকে শুরু করলে এবং কিভাবে শুরু করলে ভাল হয়? কি করতে পারি? :(
ReplyDeleteপ্রথম কাজ হল, নিজের যেই ড্রয়িঙ্গটা করতে ভাল লাগে (হতে পারে সেটা একেবারে যা-তা) সেটা করা। একটা পেন্সিল/ কল্ম নেন। যা মাথায় আসে নন্সেন্স আঁকতে থাকেন। তারপরের ধাপ হল যেটা দেখে ভাল লাগে সেটা দেখে দেখে হুবহু আঁকার চেষ্টা করেন- সহজ কিছু হওয়াই ভাল। থিওরি ভুলে যান, আর হার্ডকোর কঠিন এনাটমিকাল ড্রয়িং বা ডিজিটাল কিছু করার চেষ্টা বাদ দ্যান, সাথে চালান স্কেচবুকিং। এক মাস আগে এটা চালান, পরেরটা পড়ে।
ReplyDeleteঅনেক ধন্যবাদ ভাইয়া। আজ থেকেই শুরু করব আবার নতুন করে। ডিজিটাল মিডিয়াম বাদ। :)
Deleteআর ভাইয়া আমি ছোট। আমাকে তুমি করে সম্বোধন করলে আমার বেশি ভাল লাগবে :)
Delete