November 29, 2014

Comics Comics Comics

বার্গার বাড়ির কনসেপ্ট আর্ট
গত ২৫ দিনে আমরা ৬ জন কমিক্স আঁকিয়ে ৬ টা কমিক্স নামিয়ে দিয়েছি। প্রজেক্টটা ছিল সরকারী পুষ্টি অধিদফতরের। শিশুদের জন্যে স্বাস্থ্য আর পুষ্টি বিষয়ক সচেতনতামূলক বার্তা পৌঁছানোই ছিল উদ্দেশ্য।  সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রোমেন (ডঃ রোমেন রায়হান আমার মতে বাংলাদেশের সর্বশেষ জীবিত ছড়াগদ্যকার, আজকাল কাউকেই দুই পাতা জুড়ে একটা বড় ছড়া না ঝুলিয়ে লিখে যেতে দেখি না, এর আগে ছিলেন আবদার রশীদ।) ভাই দ্য গ্রেইট। উনার প্রশ্রয়ে আমরা যা ইচ্ছা তাই ফ্যান্টাসি মিলিয়ে কমিক্স নামিয়ে দিয়েছি। আশার কথা এটা বাংলাদেশব্যাপী ছড়িয়ে যাবে, আর এর ক্রেডিট লাইন এ নাম যাবে ঢাকা কমিক্স এর। ব্র্যান্ডের জন্যে এটা একটা বড় পাওয়া। পুষ্টি অধিদফতরের অনুমতি সাপেক্ষে কমিক্স গুলে আমি এই ব্লগেই ফৃ তুলে দিতে চাচ্ছি। দেখা যাক কালকের মিটিং এ তাঁরা কী বলে|


No comments:

Post a Comment

চলছে ফরেন কমিকস