November 06, 2014

উন্মাদ-জেসিসি কমিক- ডেইলি স্টারের সাথে আড্ডা

বাম থেকে- জামিল ভাই দ্য গ্রেট (জামিল'স কমিক্স এর জামিল ভাই! এই মানুষটাকে আমার বেশ পছন্দ, নিপাট ভদ্রলোক এবং যা বলেন তাই করেন, ঢাকা কমিক্স আর উন্মাদ এর একজন বিরাট শুভাকাংখী)। মিকো ভাই (আর্কিটেক্ট- কমিকনেরও আর্কিটেক্ট বলা যায়) আর আমি (এটা বলে দিতে হল কারণ আমি-ই চিনি নাই। খোদার খাসী মনে হচ্ছে। এই ছবি দেখার পরে থেকে আবার হাতির ঝিল হেঁটে পার করছি প্রতিদিন।)
আজকের ডেইলিস্টার এর SHOUT এ বের হওয়া আমাদের আড্ডা অন কমিকন পড়তে ক্লিক করুন এখানে

No comments:

Post a Comment

বিদায় ব্লগস্পট

গুণে গুণে ১২ বছর এখানে কাটালাম, এবং হঠাৎ সেদিন হঠাৎ আবিষ্কার কুরলাম আমি ছাড়া আর কেউই নেই আশেপাশে। খোঁজ নিয়ে দেখতে পাচ্ছি এখন আর্টিস্টরা সবাই...