রস+আলো'র জন্যে আঁকা কভার। আজকে বের হল। পুরোটাই হাউ টু ট্রেইন ইউর ড্রাগন টু এর পোস্টার থেকে করা। অর্থাৎ কোন পেন্সিলিং করা লাগে নি এখানে। খেয়াল করছি ইদানীং আবার ড্রয়িং এ ডিটেইল করার প্রবণতা বেড়ে যাচ্ছে :/
মূল কভার এখানে।
মূল কভার এখানে।
দেখতে দেখতে সময় চলে যায়। সেদিনের এষা, মানে আহসান হাবীব দ্য বস, মানে আহসান ভাইয়ের মেয়ে এষা এখন রীতিমত সংসারী। তাঁর জীবনসঙ্গি শাদমান ও দারুণ ...
ভাইয়া, লাইনআর্ট করার সময় পেন প্রেশার কি অন করা ভাল আর অন করলে সেটিংটা কিরকম করলে ভাল হয়? :)
ReplyDeleteএটা মাঙ্গাস্টুডিও তে আঁকা। সেখানে আলাদা করে পেন প্রেশার অন করার দরকার হয় না। তবে যেহেতু সুযোগটা আছে সেহেতু এটা অন রাখাই ভাল।
ReplyDeleteডিটেইল এর ঝামেলা টা আমার ও হয়।
ReplyDeleteএত biased হয়ে যাই যে পুরা ছবির overall view হারিয়ে ফেলি :/
সেটাই, ডিটেইল একটা ভাইরাস।
ReplyDelete