October 27, 2014

How to train your...

রস+আলো'র জন্যে আঁকা কভার। আজকে বের হল। পুরোটাই হাউ টু ট্রেইন ইউর ড্রাগন টু এর পোস্টার থেকে করা। অর্থাৎ কোন পেন্সিলিং করা লাগে নি এখানে। খেয়াল করছি ইদানীং আবার ড্রয়িং এ ডিটেইল করার প্রবণতা বেড়ে যাচ্ছে :/
মূল কভার এখানে

4 comments:

  1. ভাইয়া, লাইনআর্ট করার সময় পেন প্রেশার কি অন করা ভাল আর অন করলে সেটিংটা কিরকম করলে ভাল হয়? :)

    ReplyDelete
  2. এটা মাঙ্গাস্টুডিও তে আঁকা। সেখানে আলাদা করে পেন প্রেশার অন করার দরকার হয় না। তবে যেহেতু সুযোগটা আছে সেহেতু এটা অন রাখাই ভাল।

    ReplyDelete
  3. ডিটেইল এর ঝামেলা টা আমার ও হয়।
    এত biased হয়ে যাই যে পুরা ছবির overall view হারিয়ে ফেলি :/

    ReplyDelete
  4. সেটাই, ডিটেইল একটা ভাইরাস।

    ReplyDelete

Caricature: Esha and Shadman

 দেখতে দেখতে সময় চলে যায়। সেদিনের এষা, মানে আহসান হাবীব দ্য বস, মানে আহসান ভাইয়ের মেয়ে এষা এখন রীতিমত সংসারী। তাঁর জীবনসঙ্গি শাদমান ও দারুণ ...