October 29, 2014

ভিডিও সেলফি







২০১৩'র জানুয়ারিতে অর্ণব আমার কিছু মিনি সাক্ষাতকার নিয়েছিল জেনারেশন বাংলাদেশ এর জন্যে। নিজের সাইট গোছাতে গিয়ে ইয়ুটিউব এ একগাদা ক্লিপ খুঁজে পেলাম। কি সব উলটাপালটা বলেছি দেখে এখন আজব লাগছে। যাই হোক, জেনারেশন বাংলাদেশের সেই সেট থেকে দুইটা ক্লিপ শেয়ার করা যাক।
ইন্টারভিউটা নেয়া হয়েছে আমার নিউ এইজ অফিসের ডেস্ক এ। পেছনে দেখা যাচ্ছে সেই ট্রাডিশনাল আমলের লাইট ট্রেস টেবিল।

No comments:

Post a Comment

Caricature: Esha and Shadman

 দেখতে দেখতে সময় চলে যায়। সেদিনের এষা, মানে আহসান হাবীব দ্য বস, মানে আহসান ভাইয়ের মেয়ে এষা এখন রীতিমত সংসারী। তাঁর জীবনসঙ্গি শাদমান ও দারুণ ...