April 25, 2012

আফজাল হোসেন

আমাদের উন্মাদের ক্যারিকেচার দিকপাল 'জাভেদ ভাই' ইজ ব্যাক! উনি এসেই আঁকান্তিসে হুড়োহুড়ি ফেলে দিয়েছেন. এই প্রথম বারের মত আমরা একটা ক্যারিকেচার প্রতিযোগিতা শুরু করে ফেলেছি! প্রথমবারের চ্যালেঞ্জ হলেন আফজাল হোসেন অথবা কুমার বিশ্বজিৎ, অথবা দুইজনেই। চারদিনের ট্রাই করে টের পেলাম আমি আসলে আঁকতে পারি না...
যেটা নামালাম সেটা অনেকটা এমন আগের রঙ পেন্সিলের ট্রাইগুলি বেশীরভাগই মেজাজ খারাপ করে ছিঁড়ে ফেলেছি। তার একটা
এখন কুমার কে আঁকি

No comments:

Post a Comment

হ্যাংওভার কাটিয়ে

একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...