রঙ আপেক্ষিক।
মানে কোন রঙ কতটা রঙিন সেটা নির্ভরে করে তার আশেপাশে কী রঙ আছে তার ওপর!
নিচের ছবিটা দেখুন
হলুদ, কিন্তু কেমন মরা মরা এবং চোখে কড়কড় করা হলুদ,
এবার এই হলুদটাই যদি এভাবে দেয়া যায়?- খেয়াল করুন একই হলুদ রঙটা শুধু মাত্র একটা নীল রঙের ওপরে বসানোতে সেটা আরো 'ফুটে' উঠলো। এর আগে সাদার ওপরে সেই একই হলুদটা একেবারে বোঝা যাচ্ছিলো না। রঙের আপেক্ষিকতা আসলে এটাই। কোন রঙ কতটা উজ্জ্বল তা নির্ভর করে পাশের রঙ কতটা হালকা তার ওপর। নীচে আরো কিছু উদাহরণ দেয়া গেল-
|
একই লাল রঙ বিভিন্ন রঙের সাপেক্ষে বিভিন্ন রকম লাগছে |
|
মাঝখানের দুইটা বক্স কিন্তু একই রঙের |
|
বিশ্বাস না হলে দেখুন- বাক্স দুইটা টেনে মিলানো হল |
|
একইভাবে BURNT AMBER রঙটা |
আসলে এই ব্যপারটা মুখস্থ করবার কিছু নেই। শুধু জেনে রাখা আর তারপর যতভাবে সম্ভব ঘাঁটাঘাঁটি করা। ব্যপারটা ট্রায়াল এন্ড এরোর পদ্ধতিতে করাই ভাল। রঙ অনেকটাই চোখের ধাঁধাঁ (Optical illusion). চোখে দেখে যেটা সবুজ মনে হয় সেটা আসলে হয়ত হ্লদ বা নীল! শুধু পাশের রঙের কারণে সেটা অন্যরকম লাগছে। আমরা আগের পোস্টে ওয়ার্ম আর কুল রঙের যে ব্যপারটা দেখলাম সেটাও আপেক্ষিক! যেমন একই রঙের গ্রে টোনটা আসলে অনেক কুল মনে হয়।
|
একটা হলুদ টাইপ রঙ নেয়া হল |
|
কিছু একটা আঁকা হল |
|
এবার সেই রঙের সাথে হালকা গ্রে মিশিয়ে নেয়া হল |
|
সেটা রীতিমত নীলচে লাগছে! |
|
এখানে কিন্তু সব গোলক গুলি একই রঙের! একেবারে সামনেরটার সাথে ধূসর মেলাতে মেলাতে সেটা পেছনে নিয়ে যাওয়া হয়েছে আর সেটা মনে হচ্ছে সামনেরটা থেকে 'কুল'
|
|
এক রঙ্গে আঁকা- পেছনেরটা অনেক 'মরা' রঙ মানে ধূসর মেলানো -তাই সেটা অনেক 'কুল'। আর সামনে সাদার দিকে নিয়ে রঙ টাকে অনেক 'ওয়ার্ম ' করা হয়েছে। |
মানে চাইলে একই রঙের মধ্যে আপনি ওয়ার্ম আর কুলের টোন বের করে ফেলতে পারবেন।
এই রঙ্গের আপেক্ষিকতা বিষয়ে অসংখ্য অনলাইন ভিডিও পাবেন যাতে খুব গুছিয়ে ব্যপারটা বলা আছে
:) apni o bujaia bolcen. ei doroner aro post chai mehedi vai, r online resource ..
ReplyDeleteDhonnobad mehedi vai.. :)
:) thnx
ReplyDelete