ব্রাডলি বার্টের লেখা প্রাচ্যের রহস্য নগরী পড়ছিলাম। বল্লাল সেন মধ্যপ্রাচ্য হত্যে আগত আদম সাহেবকে হত্যা করে নদীতে মুখ ধুতে যাচ্ছেন, আচমকা বুকের কাপড়ে রাখা পায়রা দু'টো বেরিয়ে গেল-- টান টান উত্তেজনা-- এমনি সময় 'ব্যঁআআআআআআঁ' ধরণের বিজাতীয় একটা শব্দ তুলে আমার কাঁধে এসে পড়লো। আতঙ্কে ঝাড়া দিতেই কালো গোলপানা কিছু একটা মেঝেতে তুপ করে পড়লো। কাছে যেতে দেখি সেটা আর কিছুই না অতি সাধারণ একটা গুবরে পোকা। অনেকদিন পর পোকাটা দেখতে পেয়ে কেন যেন খুব ভালো লাগলো। হাতের কাছে GRASSHOPPER থেকে কেনা ছোট্ট স্কেচ খাতা ছিলো, মহা আগ্রহে স্টাডি করা শুরু করলাম। একটা পোকা আঁকা যে এতটা ইন্টারেস্টিং হবে কখনো ভাবি নি।
এর ক'দিন আগেই আবার কোরবানী ঈদ ইস্যুর জন্য ছাগল গরু উট ইত্যাদি স্টাডি করেছিলাম। সব মিলিয়ে ঝিলিয়ে আচমকা মাথায় এক কৃয়েচার হামলা দিলো, তোড়ে নামিয়ে গেলাম সেটা। গুবরে পোকা+GOAT থেকে সেটা হয়ে গেলো 'গোবরাগোটা'।
আঁকতে আঁকতে একটা গল্প মাথায় কিলবিলাতে লাগলো--- নামিয়ে দিলাম।
(গল্পের মধ্যে একটা ফিলোসফিক্যাল মোচর মারার চেষ্টা করসি, আশা করি কেউ ধরতে পারবেন না, অল্প বিদ্যার কূফল, এদানীং রাসেলের লেখা ঘাঁটতেছি।)
আশা করি এই জিনিষ কাঠপেনসিল এ চালায়া দেয়া যাবে...
Subscribe to:
Post Comments (Atom)
হ্যাংওভার কাটিয়ে
একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...
-
আইডিয়া পাওয়া বা ক্রিয়েটিভ কাজ ইত্যাদিকে এখনো আমাদের সমাজে একটা অলৌকিক প্রতিভা হিসেবে ভাবা হয়। কিছু ক্ষেত্রে ব্যাপারটা সত্যও বটে। ত...
-
দীর্ঘ দশ মাস পর ২০১৮ সালের বিজ্ঞান বিভাগের নবম-দশম শ্রেণির ৫ টা (গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান) ও আর্টস ও কমার্স বি...
-
এইবার আমরা হুইলের আসল কাজটা দেখি। মানে রঙ করার সময় এটা আসলে কি কাজে লাগে। একটা ছবি রঙ করার সময় আসলে মূল যে ব্যপারটা মাথায় আগে আনতে হবে সেটা ...
No comments:
Post a Comment