খেয়াল করলাম এর আগে পর্যন্ত আমি আসলে সর্বোচ্চ দুইটা ভ্যালু নিয়ে কাজ করতাম
১. ডার্ক টোন
২. লাইট টোন
কিন্তু আসলে যে কোন কালারিং এ মিনিমাম ৩ টা টোন আসবে, আমার সেই মিসিং টোনটা হল -মিড টোন
এবং মজার ব্যপার হল ড্রয়িং আসলে মিড টোন থেকে শুরু করাটাই বুদ্ধিমানের কাজ। মিড টোনের থেকে একটু লাইট করলে সেটা লাইট টোন, আর সেটা থেকে ডার্ক করলে তা ডার্ক টোন (তাই তো হবার কথা গা... বা...)
যাই হোক ব্যপারটা হাতে কলমে বোঝানোর ট্রাই করি
শুধু ইঙ্কিং

মিড টোন

ডার্ক টোন

লাইট

শুধু মাত্র এভাবেই FORM কে শুদ্ধভাবে তুলে আনা যায়
আরো সহজে ব্যপারটা আবার দেখাই
মিড টোন

ডার্ক টোন

লাইট

ভালো কথা এইটা ডিরক্টলি লিংকড টু লাইট এন শেড।
সেটা নিয়া নতুন পোস্ট দিচ্ছি...
আগ্রহোদ্দীপক :)
ReplyDelete