ক'দিন ধরে বেশ কিছু কার্টুন বেইজড (বাইরের) বই ঘঁটাঘাঁটি করছি। যথারীতি ভাবছিলাম সেই পুরোনো চর্বিতচর্বোষিত প্রশ্নটা- 'আমরা পারি না ক্যন?' ম্যাড ম্যাগাজিনের ড্রয়িং দেখি আর দীর্ঘশ্বাস ফেলি। আসলে ওদের ডেডিকেশন তো থাকেই সেই সাথে থাকে পুরুষানুক্রমিক জ্ঞানের রিলে রেস। একজন পথ দেখিয়ে যায় আরেকজনকে, একটা ছোট্ট টিপস শিখতে তাই কাউকে মাথা কুটতে হয় না। বেশ কিছুদিন ধরে কালার টালার নিয়ে ঘঁটাঘাঁটি করতে গিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যপার নতুন করে খেয়াল করলাম। প্রথমে সেটা দেখি ম্যাড ম্যাগাজিনের মূল আঁকিয়ে টম রিচমন্ডের ব্লগের একটা পোস্টে। ব্যপারটা আর কিছুই না, রঙের তিনটা ভ্যালু।
খেয়াল করলাম এর আগে পর্যন্ত আমি আসলে সর্বোচ্চ দুইটা ভ্যালু নিয়ে কাজ করতাম
১. ডার্ক টোন
২. লাইট টোন
কিন্তু আসলে যে কোন কালারিং এ মিনিমাম ৩ টা টোন আসবে, আমার সেই মিসিং টোনটা হল -মিড টোন
এবং মজার ব্যপার হল ড্রয়িং আসলে মিড টোন থেকে শুরু করাটাই বুদ্ধিমানের কাজ। মিড টোনের থেকে একটু লাইট করলে সেটা লাইট টোন, আর সেটা থেকে ডার্ক করলে তা ডার্ক টোন (তাই তো হবার কথা গা... বা...)
যাই হোক ব্যপারটা হাতে কলমে বোঝানোর ট্রাই করি
শুধু ইঙ্কিং
মিড টোন
ডার্ক টোন
লাইট
শুধু মাত্র এভাবেই FORM কে শুদ্ধভাবে তুলে আনা যায়
আরো সহজে ব্যপারটা আবার দেখাই
মিড টোন
ডার্ক টোন
লাইট
ভালো কথা এইটা ডিরক্টলি লিংকড টু লাইট এন শেড।
সেটা নিয়া নতুন পোস্ট দিচ্ছি...
Subscribe to:
Post Comments (Atom)
হ্যাংওভার কাটিয়ে
একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...
-
আইডিয়া পাওয়া বা ক্রিয়েটিভ কাজ ইত্যাদিকে এখনো আমাদের সমাজে একটা অলৌকিক প্রতিভা হিসেবে ভাবা হয়। কিছু ক্ষেত্রে ব্যাপারটা সত্যও বটে। ত...
-
দীর্ঘ দশ মাস পর ২০১৮ সালের বিজ্ঞান বিভাগের নবম-দশম শ্রেণির ৫ টা (গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান) ও আর্টস ও কমার্স বি...
-
এইবার আমরা হুইলের আসল কাজটা দেখি। মানে রঙ করার সময় এটা আসলে কি কাজে লাগে। একটা ছবি রঙ করার সময় আসলে মূল যে ব্যপারটা মাথায় আগে আনতে হবে সেটা ...
আগ্রহোদ্দীপক :)
ReplyDelete