সকালে হঠাৎ মনে হল যেভাবে কার্টুন আঁকি তার কোন সিকোয়েনশিয়াল পোস্টতো এখনো দেই নাই। এইটা শেয়ার করা উচিৎ... যদিও ড্রয়িংটা পুরাই ট্র্যাশ হইছে, কিন্তু স্টেপ গুলা মোটামুটি ভাবে এইরকমই... মোবাইলে তোলা ছবিগুলি তুলে এইবেলা দি...
|
প্রথমে একশন লাইন, মানে কে কিভাবে থাকবে সেটার মূল আইডিয়াটা... |
|
এক বুড়ো ছোট্ট পোষা chameleon কে আদর করছে, হাতে সকালের খবরের কাগজ |
|
পেন্সিলে আরো ডিটেইল করে নেয়া... চোখ হাত নাক মুখ অবয়ব পাচ্ছে |
|
ইঙ্কিং শুরু, আমি সাধারণতঃ নিব পেন (crowquille nib নিউ মার্কেটের মডার্ন স্টেশনারি তে পাওয়া যায়) দিয়ে ইঙ্কিং করি |
|
|
নিব পেন, সাথে পেলিক্যান কালি দোয়াত |
|
আমার টেবিল (হুদাই) |
|
এক্টু মোটা দাগ গুলি ৪ নম্বুরি তুলি দিয়ে করাটা সহজ... লাইক, ভ্রু, চুল গোঁফ |
|
ইরেজিং, DELI কম্পানির 4B রাবারটা ভাল অথবা Faber castell Non- Dust |
|
সরু দাগের জন্য যে কোন সাধারণ বলপেন... বলপেন দিয়ে কোথায় কোথায় পুরা কালো ছায়া ফেলব সেটা ঠিক করা হল |
|
আবার ৪ নম্বুরি তুলির কাজ |
|
টেক্সচারিং... হাতা... লুঙ্গির দাগ... chameleon গায়ের স্পট, পেপারের ল্যাখা... এইগুলি দিলে ছবি জমে যায়, তবে টু মাচ ডিটেইল না করাই ভালো |
|
কি মনে হতে পেছনের কিছু হুদাই আসবাব আঁকা হল ( টু মাচ ডিটেইল লাগতেছে :( ) |
|
ভাল কথা শেষের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ... নিজের স্বাক্ষর |
|
chameleon টা বাজে হইছে আসলে, পরে আবার এইটা আলিদা আঁকলাম |
|
|
যা- ই হোক প্রবল আইলসামির মধ্যে দিয়ে যাচ্ছি (কোরবানীর গরুগুলির অভিশাপ), ঝিমুনি কাটলে আরো স্পষ্ট করে পোস্টাপুস্টি হবে
অসাধারন!!!! ক্যাম্নে আঁকেন কনতো?
ReplyDeleteAwesome work !!! wow..
ReplyDelete@Zubair
ReplyDelete:) এম্নে এম্নেই তো
@exdez
ReplyDeletethanku thanku
বাহ! চমৎকার! আসলেই তো এম্নে এম্নে, কেম্নে?
ReplyDeleteহেহ! এম্নে কেউ আকে নাকি!
ReplyDeleteদারুন...!!!
ReplyDeleteএমন লেখার জন্যই তো নিয়মিত আপনার ব্লগে ঢুঁ মারি।
great dhup dhaps...keep inspiring! :D
ReplyDeleteসবাইকে ধন্যবাদ (নড)
ReplyDeleteকী কাগজ ব্যবহার করেন?
ReplyDelete