August 14, 2010

অন স্পট স্টাডি




গতকাল ঢাকা আর্ট সেন্টারে গিয়েছিলাম কার্টুন প্রদর্শনীর যোগাড় যন্ত্র(ণা) করতে। প্রায় ঘন্টা খানেক হুদাহুদি বসে ছিলাম। গ্যালারির জুয়েল ভাই (প্রথম ছবি) একটা কাগজ দেয়াতে বাঁচোয়া। জম্বু মুনি সদৃশ ভদ্রলোককে (দ্বিতীয় ছবি) আঁকতে আঁকতে কোথায় যেন দেখেছি বলে মনে হচ্ছিলো। মাঝপথে বুঝলাম- শিল্পী নিসার হুসেন। চুল লালনীয় কায়দায় বলে প্রথমে চিনি নাই, স্টাডির জন্যে অসাধারণ ফর্ম।

2 comments:

  1. nisar sir er caricature fatafati hoise.......fatafati...

    ReplyDelete
  2. thanks thanks... tbe lukaya lukaya akci, sir dekhenai.

    ReplyDelete

চলছে ফরেন কমিকস