August 11, 2010

বুধবারের কার্টুনঃ ১১.০৮.১০


জনতা আর পুলিশ একসাথে আইন তুলে নিয়েছে হাতে,চলছে গণপিটুনি, পুলিশ পিটুনি আর চোরাগোপ্তা গুমখুন।
মাঝে মাঝে ইতিহাসের কিছু ঘটনা পড়ে মনে হত ওই সময়টা কি ভয়ংকর ছিল! চারদিকে খুনোখুনি, মারামারি, চুরি, ডাকাতি ওই সময় লোকজন বাঁচত কিভাবে? ওই সময়ের সমাজের তরুন গোষ্ঠী কি নাকে তেল দিয়ে ঘুমাতো? প্রতিবাদের কেউ ছিলো না?
এখন বুঝতে পারছি আমরা এই মুহুর্তে ওই রকম একটা সময়ই পার করছি। ভয়ংকর সময়ে আমরা নাকে তেল দিয়েই ঘুরছি, হাঁসের মত গায়ে পানি না মেখে চলার কৌশল বুঝে নিয়েছি।
...খারাপ কি?
হাঁসের দলে স্বাগতম

2 comments:

  1. "জনতা আর পুলিশ একসাথে আইন তুলে নিয়েছে হাতে"

    ভাই, তাহলে মাইর খাইতেছে কে?
    :D

    ReplyDelete
  2. ভাল কইছেন :)
    মাইর খাইতেছে আইন (সেইটাই আসলে আঁকা হইছে নিচে মাইর খাইতেছে মাদাম জাস্টিস- সারকাস্টিকালি স্পিকিং)

    ReplyDelete

চলছে ফরেন কমিকস