August 15, 2010

স্টাডিঃ রাজীব



উন্মাদের সবচেয়ে ট্রেন্ডি চ্যাপ, রাজীব
অফিসের ক্লারিকাল কাজকর্মগুলি তার করবার কথা। তবে বাস্তবে দেখা যায় সে সপ্তাখানেক পর পর এসে দুইদিনের ছুটির জন্যে দরখাস্ত দেয়। ইদানীং সে তার পাড়ায় ফ্লেক্সিলোডের দোকান দিয়েছে, ফলে আহসান ভাইয়ের সুবিধা যেটা হয়েছে সেটা হল মাঝে মাঝে ফোন দিয়ে তাকে ৩০০ টাকা পাঠাতে বলা। এতে এক ঢিলে দুই পাখির মত কাজ হয়। দ্বিতীয় পাখি রাজীব দুইদিনের মাথায় অফিসে চলে আসে, আহসান ভাইয়ের পেছনে ঘুরঘুর করে বলে 'বস ট্যাগা লাগবো'
(ভালো কথা, সে দেখতে এতোটা ভয়াবহ না, স্টাডির প্রয়োজনে এমন করা হয়েছে)

2 comments:

  1. ভালো হইসে! তয় রাজীব এইটা দেখলে ও ওর সব পূঁজি-পাতি বেচে আপনার পেছনে ষণ্ডা লাগাবে!

    ReplyDelete

চলছে ফরেন কমিকস