তখন এনাটমির বই পড়ি নাই, আছিলো না কোন লাইট এন শেডের জ্ঞান, স্কিনের টোন কি জিনিস জানা ছিলো না- ছিলো শুধু সাহস। এখন অনেক কিছুই হইলো। সাহসটা আর নাই। ফোঁড়া কাটতে গেলে আর্টারি আর ভেইন মাথায় আসে।















এখন বুঝতে পারছি হাতের কাজের যেই মজাটা সেটা ওই 0 1 এর বোকা বাক্স দিতে পারবে না। আমি আবার ওয়াটার কালার ধরতে যাচ্ছি।
বিবর্তনটা সহজেই চোখে পড়ার মতোন।
ReplyDeleteমানে কি দাঁড়াইলো? আমি এখন কই? নিয়েন্ডারথালযুগে? :0
ReplyDeleteচরি।আমি বলতে চাচ্ছিলাম উন্নতি চোখে পড়ার মতো।
ReplyDelete