July 18, 2010

সাত বছর আগের কাজ

সেই ২০০৩ এর আঁকা। পেপারের ডাঁই থেকে।
তখন এনাটমির বই পড়ি নাই, আছিলো না কোন লাইট এন শেডের জ্ঞান, স্কিনের টোন কি জিনিস জানা ছিলো না- ছিলো শুধু সাহস। এখন অনেক কিছুই হইলো। সাহসটা আর নাই। ফোঁড়া কাটতে গেলে আর্টারি আর ভেইন মাথায় আসে।

















এখন বুঝতে পারছি হাতের কাজের যেই মজাটা সেটা ওই 0 1 এর বোকা বাক্স দিতে পারবে না। আমি আবার ওয়াটার কালার ধরতে যাচ্ছি।

3 comments:

  1. বিবর্তনটা সহজেই চোখে পড়ার মতোন।

    ReplyDelete
  2. মানে কি দাঁড়াইলো? আমি এখন কই? নিয়েন্ডারথালযুগে? :0

    ReplyDelete
  3. চরি।আমি বলতে চাচ্ছিলাম উন্নতি চোখে পড়ার মতো।

    ReplyDelete

হ্যাংওভার কাটিয়ে

একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...