সরাসরি প্রকৃতি থেকে রঙ শুষে নেবার কি কোন উপায় আছে? আশুলিয়ার বাসন্তি শিশু পাতার কচি সবুজ দেখে আমার এ কথাটা অনেকবার মনে হয়েছে। ওই ভেজা কাচা তকতকে সবুজ কিভাবে ফটোশপের ম্যাদামারা এক স্লাইস CMYK স্লাইডার থেকে বেরুবে তা ভেবে খুবই দুশ্চিন্তা বোধ করতাম। অবশেষে আমার চোখ খুলে দিল পেপারওয়াকার ব্লগটা। এই মাস্টারক্লাসের কাজ দেখবার জন্য আমি সবাইকে আহবান জানাচ্ছি। এই লোক সরাসরি ক্যামেরায় তোলা ছবি থেকে কালার প্যালেট বানিয়ে নেয়। অর্থাৎ মনে করুন আপনি একটা গাছ আঁকবেন। পাতার রঙ সবুজ আর বাকলের রঙ খয়েরি- কিন্তু সবুজটা কোন সবুজ? আর খয়েরিটা কোন খয়েরি? একেকটা রংয়ের হতে পারে কয়েক লক্ষ গ্রেড! তাই সবচেয়ে সহজ পন্থা হল সরাসরি যে গাছটা আঁকবেন সেটার একটা ছবি তোলেন, তারপর সেখান থেকে আই ড্রপার (কি-বোর্ডের I চাপলে যেটা আসে) দিয়ে পছন্দ মত জায়গা থেকে রঙ পিক করে আগে প্যালেট বানিয়ে নিন। মিনিমাম তিনটা গ্রেড- মিডটোন, হাইলাইট আর ডার্কটোন। ব্যস, এবার ওই প্যলেট থেকে তুলে তুলে রঙ নিয়ে আঁকুন একেবারে রিয়েলিস্টিক রংয়ের কম্পোজিশন। এর সাথে সুবিধামত F5 চেপে ব্রাশের অপ্সহন এদিক অদিক করে নিতে পারেন। আজ এভাবেই আমার রান্নাঘর থেকে একটা শুকনা মরিচ নিয়ে (এই ক্ষেত্রে মরিচটা স্ক্যান করেছি সরাসরি- ভাগ্যিস হাতি আঁকতে যাইনি) সেটা ফটোশপে আঁকলাম।
আসল মরিচ (স্ক্যান করা)
প্যালেট বানানো
আঁকা শুরু
তামাম শুদ
Subscribe to:
Post Comments (Atom)
হ্যাংওভার কাটিয়ে
একটা সময় ছিল সব জায়গায় লেখা থাকতো (অবশ্যই এখনো আছে) 'রাজনৈতিক আলাপ নিষেধ'। এখন অবস্থা উলটো। এখন যেন রাজনীতি ছাড়া অন্য আলাপ জমেই না। ...
-
আইডিয়া পাওয়া বা ক্রিয়েটিভ কাজ ইত্যাদিকে এখনো আমাদের সমাজে একটা অলৌকিক প্রতিভা হিসেবে ভাবা হয়। কিছু ক্ষেত্রে ব্যাপারটা সত্যও বটে। ত...
-
দীর্ঘ দশ মাস পর ২০১৮ সালের বিজ্ঞান বিভাগের নবম-দশম শ্রেণির ৫ টা (গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান) ও আর্টস ও কমার্স বি...
-
এইবার আমরা হুইলের আসল কাজটা দেখি। মানে রঙ করার সময় এটা আসলে কি কাজে লাগে। একটা ছবি রঙ করার সময় আসলে মূল যে ব্যপারটা মাথায় আগে আনতে হবে সেটা ...
মেহেদি ভাই, কিছু ব্লু আর ভায়োলেট এর ডলাডলি করলে বোধহয় রংটা আরো চড়তো। এইবার একটা সিক্রেট শিখে রাখেন, CG কাজ শেষে filter থেকে Sharpen এ গিয়ে Smart Sharpen এ ক্লিক করে Amount 25 থেকে 50 আর radius 1.0 দিয়ে Ok দেবেন then দেখবেন মজা!
ReplyDeleteআমার ফুটোশপ হইলো 7 ভার্সন। ওইখানে ফিল্টার জুড়ে শুধু 'ক্ষ্যাত শার্পেন' smart কিছু পাইলাম না।
ReplyDeleteঅপুর্ব।
ReplyDelete