November 22, 2020

IBRAHIM Bangladeshi superhero comics character suit design

ঢাকা কমিকসের সুপারহিরো কমিক্স ইব্রাহীম সিরিজের জন্যে আমরা একটা সুপারহিরো স্যুট ডিজাইন প্রতিযোগিতা ডেকেছিলাম, দারুণ দারুণ সব কাজ জমা পড়েছে সেখানে, সেসব থেকে ইন্সপিরেশন নিয়ে ফাইনালি একটা ডিজাইন করলাম। আঁকবে এড্রিয়ান অনীক। তার জন্যে সাজেশন আকারে করা। 

সিরিজটা যারা পড়েন নি পড়ে দেখতে পারেন, আমার নিজের বেশ পছন্দ। এবং এর গল্পের সামনে সম্ভাবনা গুলিও বেশ দারুণ মনে হচ্ছে। 


 

2 comments:

  1. কাঁধের গোল ভেন্টিলেশন দুটো লুকস অড। এলিয়েন বোনের মতো ফিল হচ্ছে।

    ReplyDelete
  2. ও তো আসলে এলিয়েন তাই এরকম করে করা।

    ReplyDelete

Caricature: Esha and Shadman

 দেখতে দেখতে সময় চলে যায়। সেদিনের এষা, মানে আহসান হাবীব দ্য বস, মানে আহসান ভাইয়ের মেয়ে এষা এখন রীতিমত সংসারী। তাঁর জীবনসঙ্গি শাদমান ও দারুণ ...